Thursday, August 21, 2025

পরিস্থিতি জটিল, সঙ্কটে অস্তিত্ব, ঘুরে দাঁড়ানোর পথও সংকীর্ণ৷

তাই রাজ্যভেদে শত্রু ও মিত্রের সংজ্ঞা নির্ধারণে flexible হলো সিপিএমের পলিট ব্যুরো৷ কেরলে যে দুই দল পরস্পরের ধ্বংস কামনা করে, বাংলায় সেই সিপিএম এবং কংগ্রেস যদি “আয় তবে সহচরী” গেয়ে নগরকীর্তণে বেরিয়ে পড়ে, তাহলেও আপত্তি নেই গোপালন ভবনের৷

কেরল-লবি যেহেতু সবুজ সংকেত দিয়েছে, ফলে বঙ্গে কংগ্রেস-সিপিএম জোটে সিলমোহর দেওয়ার সাহস পেয়ে পলিটবুরো বাংলায় কং-বাম জোট গঠনে অনুমোদন দিয়েও দিয়েছে৷ পলিট ব্যুরোর এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে। আর ইতিমধ্যেই সিপিএম পলিট ব্যুরোর ছুৎমার্গ পরিত্যাগ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।x

আরও পড়ুন- পুরোদমে অনুশীলন লাল হলুদের, আইএসএলে পাসিং ফুটবল খেলাতে চান রবি

রাজ্যে গত বিধানসভার ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব খারিজ করেছিলো সিপিএমের কেন্দ্রীয় কমিটি৷ ‘জোট’ নয়, কেরল-লবির চাপে একে ‘আসন সমঝোতা’ বলে চালানোর চেষ্টা করে আলিমুদ্দিন। সিপিএমের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলো কংগ্রেস। রাজ্যে বিধানসভার ভোট কিছুদিনের মধ্যেই৷ ওদিকে, কেরলেও একই সময়ে ভোট হওয়ার কথা৷ এবার সিপিএম কেরলের ভোট প্রচারে কংগ্রেসকে তুলোধোনা করলেও বাংলায় কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাবে৷ সিপিএম পলিটবুরোর সদ্য সমাপ্ত বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি ব্যাখ্যা করেন সীতারাম ইয়েচুরি। দীর্ঘ তর্কবিতর্কের শেষে কেরল লবি বঙ্গ- সিপিএমের প্রস্তাবে সম্মতি জানায়৷ কেরলের বড় বড় নেতারা আঁচ করে ফেলেন, দল হ্যাঁ বলুক, অথবা না, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছেই৷ এই জোট অনিবার্য। মান রাখতে তাই জোটের প্রস্তাব সমর্থন করে কেরল-লবি৷ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আগামী ৩০-৩১ অক্টোবর৷ কেন্দ্রীয় কমিটিও পলিটবুরোর সিদ্ধান্তে ‘হ্যাঁ’ বলতে তৈরি হয়ে বসে আছে৷ এমনই ধারনা আলিমুদ্দিনের।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version