Tuesday, November 11, 2025

উদ্বেগজনক! গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ৪০ শতাংশ মৃত্যু বেড়েছে ইউরোপে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় ইউরোপের দেশগুলোতে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ৪০ শতাংশ মৃত্যু বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ফ্রান্স, স্পেন, ব্রিটেন, নেদারল্যান্ড ও রাশিয়াতে ব্যাপক হারে বেড়েছে ভাইরাসের সংক্রমণ। মৃত্যুর ঘটনাও এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, এইসব দেশের হাসপাতালগুলির আইসিসিইউ ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে।

ফ্রান্সে গত ছয় মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গতকাল দেশে নতুন করে ৩৩ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ হাজার ৬৪৬ জন বেশি। এখন পর্যন্ত ১১ লক্ষ ৯৯ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫ হাজার ৫৪১ জন।

এই অবস্থায় করোনার সংক্রমণ প্রতিরোধে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ আরও আটটি শহরে কারফিউ জারি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকছে এই কারফিউ। ইতালিতেও বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। সেদেশে গতকাল ২৪ ঘণ্টায় ২২১ জনের মৃত্যু হয়েছে। রাশিয়াতে এই সংখ্যা ৩২০ এবং অস্ট্রিয়াতে ১ হাজারের বেশি। পরিস্থিতি পর্যালোচনা করে ডক্টর হ্যারিস বলেছেন, গোটা ইউরোপেই গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। দৈনিক মৃত্যুর সংখ্যা এই সময়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। হাসপাতালগুলিতে উন্নত ব্যবস্থা থাকলেও দ্রুত তা করোনা রোগী দিয়ে ভরে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তা উদ্বেগজনক জায়গায় পৌঁছতে দেরি হবে না।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version