Friday, August 29, 2025

উল্টোরথ ! রিয়ার FIR-এর জেরে এবার গ্রেফতারির মুখে সুশান্ত রাজপুতের দুই দিদি

Date:

উল্টোরথের সওয়ার রাজপুত-মামলা !

সুশান্ত রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর দায়ের করা FIR- এর জেরে
যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন প্রয়াত অভিনেতা সুশান্ত রাজপুতের দুই দিদি৷ গ্রেফতারের আশঙ্কা প্রবল হয়ে ওঠায় অভিনেতার দুই দিদি, প্রিয়াঙ্কা ও মিতু সিং বম্বে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন৷

দিনকয়েক আগে AIIMS-এর রিপোর্টে সামনে এসেছে৷ তাতে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত খুন হননি, আত্মহত্যা করেছেন তিনি।

ঠিক এরপরই সুশান্ত রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী গত ৭ সেপ্টেম্বর বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদির বিরুদ্ধে FIR দায়ের করেন৷ দিদিদের বিরুদ্ধে সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দেওয়ার অভিযোগেই এই FIR করেছেন রিয়া। FIR- এ রিয়ার দাবি, কয়েকজন চিকিৎসকের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে সুশান্তের দুই দিদি, প্রিয়াঙ্কা ও মিতু সিং ওই প্রেসক্রিপশনটি তৈরি করে৷ রিয়ার FIR- এ দিল্লির চিকিৎসক ডাঃ তরুণ কুমারের নাম রয়েছে। রিয়ার বক্তব্য, একজন কার্ডিওলজিস্ট হয়ে ডাঃ তরুণ কুমার কী করে একজন অপরিচিতকে এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেছেন ? রিয়া বলেছেন, প্রেসক্রিপশনে নিষিদ্ধ ওষুধের নাম যেমন রয়েছে, তেমনই এমন সব ওষুধ রয়েছে যা কোনও সঠিক ডোজ ও পরিমাণমতো গ্রহণ না করলে তা থেকে দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হতে পারে। বান্দ্রা থানায় দায়ের হওয়া ওই FIR পরে CBI- কাছে পাঠিয়ে দেওয়া হয়।আগামী ৪ নভেম্বর ওই পিটিশনের শুনানি হওয়ার কথা।

রিয়া’র FIR বাতিল করার দাবিতে আদালতে আবেদনও করেছেন প্রিয়াঙ্কা ও মিতু। রিয়াও
পাল্টা দুই দিদির পিটিশন বাতিল করার আর্জি জানিয়েছেন।

রিয়ার আনা অভিযোগেরও তদন্ত করছে CBI, সে কারনেই গ্রেফতার হওয়ার ভয়ে অভিনেতার দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতু সিং বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন৷ তাঁদের আর্জি, পিটিশনের শুনানি দ্রুত হোক৷
বম্বে হাইকোর্টের দুই বিচারপতি এসএস শিন্ডে ও বিচারপতি এমএস কর্নিক, আবেদনকারীদের কাছে জানতে চান, এমন আবেদন করার কারণ কী? প্রিয়াঙ্কা ও মিতুর আইনজীবী মাধব থোরাট আদালতকে জানান, এই দু’জনকে রাজপুত- মামলায় যুক্ত করা হয়েছে, তাই তাঁরা যে কোনও সময় গ্রেফতার হওয়ার ভয় পাচ্ছেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version