Sunday, November 9, 2025

উল্টোরথ ! রিয়ার FIR-এর জেরে এবার গ্রেফতারির মুখে সুশান্ত রাজপুতের দুই দিদি

Date:

উল্টোরথের সওয়ার রাজপুত-মামলা !

সুশান্ত রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর দায়ের করা FIR- এর জেরে
যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন প্রয়াত অভিনেতা সুশান্ত রাজপুতের দুই দিদি৷ গ্রেফতারের আশঙ্কা প্রবল হয়ে ওঠায় অভিনেতার দুই দিদি, প্রিয়াঙ্কা ও মিতু সিং বম্বে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন৷

দিনকয়েক আগে AIIMS-এর রিপোর্টে সামনে এসেছে৷ তাতে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত খুন হননি, আত্মহত্যা করেছেন তিনি।

ঠিক এরপরই সুশান্ত রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী গত ৭ সেপ্টেম্বর বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদির বিরুদ্ধে FIR দায়ের করেন৷ দিদিদের বিরুদ্ধে সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দেওয়ার অভিযোগেই এই FIR করেছেন রিয়া। FIR- এ রিয়ার দাবি, কয়েকজন চিকিৎসকের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে সুশান্তের দুই দিদি, প্রিয়াঙ্কা ও মিতু সিং ওই প্রেসক্রিপশনটি তৈরি করে৷ রিয়ার FIR- এ দিল্লির চিকিৎসক ডাঃ তরুণ কুমারের নাম রয়েছে। রিয়ার বক্তব্য, একজন কার্ডিওলজিস্ট হয়ে ডাঃ তরুণ কুমার কী করে একজন অপরিচিতকে এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেছেন ? রিয়া বলেছেন, প্রেসক্রিপশনে নিষিদ্ধ ওষুধের নাম যেমন রয়েছে, তেমনই এমন সব ওষুধ রয়েছে যা কোনও সঠিক ডোজ ও পরিমাণমতো গ্রহণ না করলে তা থেকে দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হতে পারে। বান্দ্রা থানায় দায়ের হওয়া ওই FIR পরে CBI- কাছে পাঠিয়ে দেওয়া হয়।আগামী ৪ নভেম্বর ওই পিটিশনের শুনানি হওয়ার কথা।

রিয়া’র FIR বাতিল করার দাবিতে আদালতে আবেদনও করেছেন প্রিয়াঙ্কা ও মিতু। রিয়াও
পাল্টা দুই দিদির পিটিশন বাতিল করার আর্জি জানিয়েছেন।

রিয়ার আনা অভিযোগেরও তদন্ত করছে CBI, সে কারনেই গ্রেফতার হওয়ার ভয়ে অভিনেতার দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতু সিং বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন৷ তাঁদের আর্জি, পিটিশনের শুনানি দ্রুত হোক৷
বম্বে হাইকোর্টের দুই বিচারপতি এসএস শিন্ডে ও বিচারপতি এমএস কর্নিক, আবেদনকারীদের কাছে জানতে চান, এমন আবেদন করার কারণ কী? প্রিয়াঙ্কা ও মিতুর আইনজীবী মাধব থোরাট আদালতকে জানান, এই দু’জনকে রাজপুত- মামলায় যুক্ত করা হয়েছে, তাই তাঁরা যে কোনও সময় গ্রেফতার হওয়ার ভয় পাচ্ছেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version