Wednesday, November 12, 2025

২ নভেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি জারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু’বছরের এমএ,  এমএসসি, এমকম-এ ভর্তির জন্য আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট তারিখের মধ্যে ফর্ম তোলা এবং জমা দেওয়া যাবে। ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বাকি তথ্য ওয়েবসাইটে জানানো বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন। যার মূল বিষয় ছিল কীভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৬০-৪০ অনুপাত এর বদলে ৮০-২০ অনুপাতে ছাত্র ভর্তি হবে। অর্থাৎ নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন ও অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন বরাদ্দ থাকবে। সূত্রের খবর, ৮০-২০ কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়।

উৎসবের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠীর দিন বিকমের ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের ফলাফল এবং সপ্তমীর দিন এই বিএ ও বিএসসি- র চূড়ান্ত বর্ষের ফল প্রকাশ হয়েছে। যেখানে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। স্নাতকোত্তর স্তরে বাইরের ছাত্র ভর্তির প্রবেশিকা নেওয়া হয়ে থাকে। কিন্তু করোনা আবহে কীভাবে পরীক্ষা হবে তা নিয়ে অবশ্য এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version