বাবাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় ক্রাইম সিরিয়াল দেখল ছেলে

বাবা বকেছিল। আর সেই রাগ-অপমান থেকেই বাবাকে খুন করল ১৭ বছরের নাবালক ছেলে। শুধু তা‌ই নয়, খুনের পর প্রমাণ লোপাটের জন্য একের পর এক ক্রাইম সিরিয়ালও দেখে অভিযুক্ত। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।

অবশেষে পুলিশের জালে “গুণধর” ছেলে। তাকে গ্রেফতার করে জেরা শুরু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ২ মে নিজের বাবা মনোজ মিশ্রকে (৪২) খুন করে সে। বাবার একটাই “অপরাধ” তিনি তাঁর ছেলের ভুলের জন্য শাসন করেছিলেন। বকুনি দিয়েছিলেন।

পুলিশ ওই কিশোরের মোবাইল ফোন ঘেঁটে জানতে পারে, কম করে ১০০ বার ক্রাইম প্যাট্রল সিরিজের বিভিন্ন এপিসোড দেখেছিল সে। বাবার দেহ লোপাট এবং প্রমাণ সরানোর জন্যই অভিযুক্ত কিশোর এই সিরিয়ালগুলি দেখে বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন-মিথ্যাচার ফাঁস হতেই পুলওয়ামা নিয়ে নির্লজ্জ ইউটার্ন পাক মন্ত্রীর!