Thursday, August 28, 2025

আলাদিনের “আশ্চর্য প্রদীপ” বিক্রি আড়াই কোটি টাকায়! ক্রেতা বিলেত ফেরৎ ডাক্তার

Date:

আরব্য রজনীর কাল্পনিক চরিত্র বা ঘটনা নয়, একেবারে বাস্তব। ঘটনাস্থলও আরব দেশ নয়, এটা একুশ শতকের উত্তরপ্রদেশ। আশ্চর্য হবেন না, গল্প মনে হলেও সত্যি! আড়াই কোটি টাকায় বিক্রি হল আলাদিনের আশ্চর্য প্রদীপ।

সম্প্রতি, এক চিকিৎসককে আরব্য উপন্যাসে আলাদিনের কাল্পনিক গল্প শুনিয়েই আড়াই কোটি টাকায় “আশ্চর্য প্রদীপ” বিক্রি করলো দুই প্রতারক। তাও আবার হাতুড়ে চিকিৎসক নন, খাস বিলেত ফেরত ডাক্তার! তিনি যখন বুঝলেন ঠকে গিয়েছেন তখন পুলিশের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত অবশ্য ওই প্রদীপের মালিক ও দৈত্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের খারনগর এলাকার বাসিন্দা চিকিৎসক লাকি খান ব্রহ্মপুরী থানায় অভিযোগ দায়ের করে জানান, বিপুল ক্ষমতাশালী ও অর্থবান হওয়ার লোভেই তিনি আলাদিনের আশ্চর্য প্রদীপ কিনেছিলেন। কিন্তু আড়াই কোটি টাকা নিয়েও প্রদীপ তাঁকে দেওয়া হচ্ছে না। প্রথমে পুলিশের কাছেও বিষয়টি বোধগম্য হয়নি।

কিন্তু পরে বোঝা যায় প্রতারকদের কবলে পড়েছেন ওই বিলেত ফেরত চিকিৎসক। এরপরই আসল রহস্যভেদে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর পুলিশ জানায়, ২০১৮ সালে সামিনা নামক এক রোগীনীর অপরেশন করেন এই লাকি খান। সে সময়ে সামিনার বাড়িতে মাঝমাঝেই ড্রেসিং করতে যেতেন। সেখানেই স্বঘোষিত তান্ত্রিক ইসলামুদ্দিনের সঙ্গে আলাপ হয় তাঁর। ইসলামুদ্দিন জানায়, আরব্য উপন্যাসে থাকা আলাদিনের আশ্চর্য প্রদীপ এখন তাঁর কাছেই রয়েছে। এমনকী সেই প্রদীপ বিক্রির লোভ দেখানো হয় চিকিৎসককে। বোঝানো হয়, যে কোনও ইচ্ছাপূরণের ক্ষমতা রয়েছে এই প্রদীপের।

এখানেই শেষ নয়। চোখের সামনে আনিক নামক এক বন্ধুকে সঙ্গে নিয়ে ইসলামুদ্দিন ওই প্রদীপ থেকে ”জিন” বার করিয়েও দেখায়। আর তাই দেখেই বিশ্বাস করে প্রদীপটি আড়াই কোটি টাকায় কিনে নেন লাকি। কিন্তু পুরো টাকা মিটিয়েও তাঁর হাতে আসে না প্রদীপ। জানানো হয়, প্রদীপটি দেওয়া যাবে না কারণ, সেটি ছুঁলে নাকি তাঁর ক্ষতি হয়ে যেতে পারে।

এরপর পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তান্ত্রিক পরিচয় দেওয়া ইসলামুদ্দিন আসলে সামিমার স্বামী। বন্ধু আনিসের সাহায্য নিয়ে জিন সেজেছিল ইসলামুদ্দিন নিজেই। এরপরই ইসলামুদ্দিন ও আনিসকে গ্রেফতার করা হয়। সামিমা পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল, শোক বার্তা নরেন্দ্র মোদির

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version