Wednesday, November 5, 2025

বেনজির পদক্ষেপ, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি

Date:

একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক বিজেপির। ডিসেম্বর-জানুয়ারিতে বাংলায় বসবে শিল্প সম্মেলনের আসর- কাউন্টার বিজনেস ইন্টারন্যাশনাল সামিট। তবে কোভিড পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সেই বিজনেস সামিট ভার্চুয়াল হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সল্টলেকের ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন বিজেপি নেতারা।

শুধু হিন্দুত্বের রাজনীতির তাস খেলে বাংলায় যে সফল হওয়া যাবে না, তা বুঝেছে গেরুয়া শিবির। তাই বাংলার বুকে শিল্প চাই, বেকার যুবক-যুবতীদের চাকরি চাই। একুশের ভোটের আগে এটাই হতে চলেছে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার। লক্ষ্মীপুজোর দিনে সেই প্রচারের ঢাকে কাঠি দিল বিজেপি। তবে চাকরি চাই, শিল্প চাই বলে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, বরং বিরোধী হয়েও নিজেরাই রীতিমতো শিল্প সম্মেলনের ডাক দিল বিজেপি নেতৃত্ব। যা অভিনব ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন,”বাংলায় ইতিবাচক রাজনীতি করতে চায় বিজেপি। এখানে যুবকদের চাই কর্মসংস্থান।” বিজেপি তো রাজ্যের ক্ষমতায় নেই, তাহলে কীভাবে জমির সংস্থান হবে? স্বপনবাবু বলেন,”জমি দেওয়ার প্রশ্নে কোনও ভাবনা নেই। আমরা চাইব, পশ্চিমবঙ্গের অজস্র বন্ধ কারখানার জমিতে হোক শিল্প। পরিত্যক্ত জমি শিল্প করে তৈরি করব। সিঙ্গুরের বিষয়টি দেখছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।”

রাজ্য সরকারকে একহাত নিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন,”পরিকাঠামো ও আইনশৃঙ্খলা নেই রাজ্যে। কাকে কত খাওয়ালেন, কোন হোটেলে রাখলেন ও কত দামি গাড়ি চড়ালেন, সে সব করে শিল্প আসে না।”

রন্তিদেব সেনগুপ্ত বলেন, “গত ১০ বছর বাংলায় কোনও বড় শিল্প আসেনি। বাংলার হৃত গৌরব ফেরাতেই বিজেপির এই উদ্যোগ।”

আরও পড়ুন: উচ্চ শিক্ষায় ভর্তির আগে ডোপ টেস্ট করার সুপারিশ

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শিল্পপতিদের আহ্বান করে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দল শিল্প সম্মেলন করছে এমন ঘটনা কার্যত বেনজির! বিজেপি সেই পথেই হাঁটছে। কেন্দ্রে দল ক্ষমতায় থাকার ফলে এমন একটি সম্মেলন করা বিশেষ অসুবিধা হবে না বিজেপির জন্য। এমনটাই মত, সংশ্লিষ্ট মহলের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version