Monday, August 25, 2025

বেনজির পদক্ষেপ, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি

Date:

একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক বিজেপির। ডিসেম্বর-জানুয়ারিতে বাংলায় বসবে শিল্প সম্মেলনের আসর- কাউন্টার বিজনেস ইন্টারন্যাশনাল সামিট। তবে কোভিড পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সেই বিজনেস সামিট ভার্চুয়াল হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সল্টলেকের ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন বিজেপি নেতারা।

শুধু হিন্দুত্বের রাজনীতির তাস খেলে বাংলায় যে সফল হওয়া যাবে না, তা বুঝেছে গেরুয়া শিবির। তাই বাংলার বুকে শিল্প চাই, বেকার যুবক-যুবতীদের চাকরি চাই। একুশের ভোটের আগে এটাই হতে চলেছে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার। লক্ষ্মীপুজোর দিনে সেই প্রচারের ঢাকে কাঠি দিল বিজেপি। তবে চাকরি চাই, শিল্প চাই বলে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, বরং বিরোধী হয়েও নিজেরাই রীতিমতো শিল্প সম্মেলনের ডাক দিল বিজেপি নেতৃত্ব। যা অভিনব ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন,”বাংলায় ইতিবাচক রাজনীতি করতে চায় বিজেপি। এখানে যুবকদের চাই কর্মসংস্থান।” বিজেপি তো রাজ্যের ক্ষমতায় নেই, তাহলে কীভাবে জমির সংস্থান হবে? স্বপনবাবু বলেন,”জমি দেওয়ার প্রশ্নে কোনও ভাবনা নেই। আমরা চাইব, পশ্চিমবঙ্গের অজস্র বন্ধ কারখানার জমিতে হোক শিল্প। পরিত্যক্ত জমি শিল্প করে তৈরি করব। সিঙ্গুরের বিষয়টি দেখছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।”

রাজ্য সরকারকে একহাত নিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন,”পরিকাঠামো ও আইনশৃঙ্খলা নেই রাজ্যে। কাকে কত খাওয়ালেন, কোন হোটেলে রাখলেন ও কত দামি গাড়ি চড়ালেন, সে সব করে শিল্প আসে না।”

রন্তিদেব সেনগুপ্ত বলেন, “গত ১০ বছর বাংলায় কোনও বড় শিল্প আসেনি। বাংলার হৃত গৌরব ফেরাতেই বিজেপির এই উদ্যোগ।”

আরও পড়ুন: উচ্চ শিক্ষায় ভর্তির আগে ডোপ টেস্ট করার সুপারিশ

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শিল্পপতিদের আহ্বান করে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দল শিল্প সম্মেলন করছে এমন ঘটনা কার্যত বেনজির! বিজেপি সেই পথেই হাঁটছে। কেন্দ্রে দল ক্ষমতায় থাকার ফলে এমন একটি সম্মেলন করা বিশেষ অসুবিধা হবে না বিজেপির জন্য। এমনটাই মত, সংশ্লিষ্ট মহলের।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version