Wednesday, November 5, 2025

গত ২৫ বছরের মধ্যে সোনার চাহিদা এখন সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। ক্রমশ পড়ছে সোনার বাজার। একদিকে বিক্রি কম, অন্যদিকে সোনার প্রতি চাহিদা কমছে ক্রেতাদের। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ভারতের ম্যানেজিং ডিরেক্টর সাম্প্রতিক এক সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সমীক্ষার হিসেব বলছে গত ২৫ বছরে এই প্রথম সর্বনিম্নে সোনার বিক্রি এবং সোনার চাহিদা দুটোই। এমনকী উৎসবের মরশুমেও ভালো বিক্রি হয়নি সোনা। ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ২৫২ টন। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ কম। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ৪৯৬ টন। ২০২০ সালের শেষ ত্রৈমাসিক শেষ হওয়ার আগেই গোল্ড কাউন্সিলের মতে, ১৯৯৫ সালের পর থেকে এই প্রথম ভারতে সর্বনিম্নে সোনার চাহিদা।

গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে সোনার চাহিদা সর্বনিম্নে পৌঁছেছিল। ১৯৯৫ সালে সোনা বিক্রি হয়েছিল ৪৬২ টন। বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের শেষ ত্রৈমাসিকে যদি আরও ২০০ টন সোনা বিক্রিও হয়, তবু ১৯৯৫ সাল থেকে কম বিক্রির রেকর্ড তৈরি হবে।

আরও পড়ুন: Big Breaking: মন্ত্রিত্ব ছাড়বেন কালীপুজোর পর, তৃণমূল ছাড়ার মুখেই শুভেন্দু

গোল্ড কাউন্সিলের হিসেব, ১৯৯৫ সালে যেখানে সোনার চাহিদা ছিল ৪৬২ টন, সেখানে ২০২০ সালে ৪৫২ টন সোনার চাহিদা দেখা গিয়েছে। অক্টোবর মাসে বছরের সর্বাধিক সোনা বিক্রির রেকর্ড থাকে। অথচ এবছর মোট বিক্রির মাত্র ৬০ থেকে ৭৫ শতাংশ বিক্রি হয়েছে। তবে শুধু ভারত নয়, বিশ্ব জুড়েই সোনার চাহিদা এখন নিম্নমুখী। ২০২০ সালে বিশ্ব বাজারে প্রায় ১৯ শতাংশ কম চাহিদা রয়েছে সোনার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version