Friday, November 7, 2025

না শোধরালে ‘মরণযাত্রা’ বের হবে, লাভ জেহাদ প্রসঙ্গে হুঁশিয়ারি যোগীর

Date:

লাভ জেহাদের বিরুদ্ধে শুরু থেকেই সরব বিজেপি নেতারা। সম্প্রতি এ প্রসঙ্গে আদালতের তরফেও জানানো হয়েছে, ‘শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়।’ এলাহাবাদ হাইকোর্টের তরফে এই রায় জানানোর পর শনিবার লাভ জেহাদ প্রসঙ্গেই কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের দেওরিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে যোগী জানিয়ে দিলেন, ”এখনই যদি না শোধরাও তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।”

শনিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘গতকাল হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়। সরকার লাভ জেহাদ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে।’ পাশাপাশি যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘আমরা শীঘ্রই এ বিষয়ে আইন আনব বিধানসভায়। এবং সেই সমস্ত মানুষকে আমি হুঁশিয়ারি দিচ্ছি যারা নিজেদের পরিচয় গোপন করে আমার বোনেদের সম্মান নিয়ে খেলা করছে। যদি আপনারা না শোধরান তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।’

আরও পড়ুন: কান্না থামাতে গিয়ে নিজের শিশুকন্যাকে মেরেই ফেলল বাবা! পরেরটা আরও ভয়ঙ্কর

পাশাপাশি উপনির্বাচনের প্রচারে গিয়ে নিজের বক্তব্যে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবকেও একহাত নেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার চালাচ্ছে। কড়া হাতে অপরাধ দমন করা হচ্ছে উত্তরপ্রদেশে। এই সবকিছু দেখে সপার অত্যন্ত খারাপ লাগছে। সপা দাঙ্গা করাতে চাইছে উত্তর প্রদেশ। কিন্তু সরকার তা হতে দেবে না। যোগী আরও বলেন, উত্তরপ্রদেশে ‘মিশন শক্তি’ শুরু হয়েছে ইতিমধ্যেই। দিওয়ালির পর এটা ‘অপারেশন শক্তি’তে পরিবর্তিত হবে। অপরাধীদের সঙ্গে সঙ্গে ওদেরও ‘রাম নাম সত্য’ হবে।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version