Thursday, August 21, 2025

না শোধরালে ‘মরণযাত্রা’ বের হবে, লাভ জেহাদ প্রসঙ্গে হুঁশিয়ারি যোগীর

Date:

লাভ জেহাদের বিরুদ্ধে শুরু থেকেই সরব বিজেপি নেতারা। সম্প্রতি এ প্রসঙ্গে আদালতের তরফেও জানানো হয়েছে, ‘শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়।’ এলাহাবাদ হাইকোর্টের তরফে এই রায় জানানোর পর শনিবার লাভ জেহাদ প্রসঙ্গেই কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের দেওরিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে যোগী জানিয়ে দিলেন, ”এখনই যদি না শোধরাও তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।”

শনিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘গতকাল হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়। সরকার লাভ জেহাদ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে।’ পাশাপাশি যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘আমরা শীঘ্রই এ বিষয়ে আইন আনব বিধানসভায়। এবং সেই সমস্ত মানুষকে আমি হুঁশিয়ারি দিচ্ছি যারা নিজেদের পরিচয় গোপন করে আমার বোনেদের সম্মান নিয়ে খেলা করছে। যদি আপনারা না শোধরান তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।’

আরও পড়ুন: কান্না থামাতে গিয়ে নিজের শিশুকন্যাকে মেরেই ফেলল বাবা! পরেরটা আরও ভয়ঙ্কর

পাশাপাশি উপনির্বাচনের প্রচারে গিয়ে নিজের বক্তব্যে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবকেও একহাত নেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার চালাচ্ছে। কড়া হাতে অপরাধ দমন করা হচ্ছে উত্তরপ্রদেশে। এই সবকিছু দেখে সপার অত্যন্ত খারাপ লাগছে। সপা দাঙ্গা করাতে চাইছে উত্তর প্রদেশ। কিন্তু সরকার তা হতে দেবে না। যোগী আরও বলেন, উত্তরপ্রদেশে ‘মিশন শক্তি’ শুরু হয়েছে ইতিমধ্যেই। দিওয়ালির পর এটা ‘অপারেশন শক্তি’তে পরিবর্তিত হবে। অপরাধীদের সঙ্গে সঙ্গে ওদেরও ‘রাম নাম সত্য’ হবে।

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version