Wednesday, November 12, 2025

সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে দেশের একাধিক রাজ্য। গণধর্ষণ ও খুনের মতো ঘটনা রুখতে আরও কড়া হয়ে উঠেছে ভারত সরকার। এহেন সময়ই এক বিপরীতধর্মী ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ২৩ বছরের এক তরুণীকে অপহরণ করে তিনদিন ধরে লাগাতার গণধর্ষণ করার অভিযোগ উঠল ৩ যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রেটোরিয়ায়। ৩ যুবতীর এহেন কান্ড দেখে রীতিমতো তাজ্জব পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোর করে ওই তরুণকে এনার্জি ড্রিংক খাইয়ে বারবার ধর্ষণ করে গিয়েছে ৩ যুবতী। এরপর একটি মাঠে তাকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। ওই যুবতীদের লালসার শিকার হয় রীতিমতো বিধ্বস্ত ও আতঙ্কিত ছিল তরুণ। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পুলিশকে দেওয়া বয়ানে ওই তরুণ জানায়, ১৫ আসনের একটি ট্যাক্সিতে উঠে ছিল সে। সেখানেই তিন মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ট্যাক্সিটিকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই তরুণকে সামনের সিটে বসতে বলে মেয়েগুলি। এরপর জোর করে ইনজেকশনের মাধ্যমে অচৈতন্য করা হয় তাঁকে। জ্ঞান ফেরার পর তিনি দেখেন একটি অপরিচিত ঘরে বিছানায় পড়ে রয়েছেন তিনি। ওই যুবকের কথায়, টানা তিন দিন তাকে ঘুমোতে দেওয়া হয়নি। বারবার শুধু তাঁকে এনার্জি ড্রিংক খাওয়ানো হতো। তিন দিনে কতবার তাকে ধর্ষণ করা হয়েছে তার কোনও হিসেব নেই।

আরও পড়ুনঃশাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!

এদিকে ইতিমধ্যেই এ ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রশাসন। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে যৌন নিগ্রহের মতো ঘটনা বন্ধ করতে পুলিশ সদা তৎপর। অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে তারা বদ্ধপরিকর। এখানে অপরাধী পুরুষ হোক বা নারী ছাড় পাবে না কেউই।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version