Thursday, November 13, 2025

কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন সাংঘাতিক জঙ্গি হামলা, ১০ ছাত্র সহ নিহত ১৯

Date:

সাংঘাতিক জঙ্গি হামলা। কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন হঠাৎ ঢুকে পড়ে জঙ্গিরা। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি।১০ ছাত্র সহ নিহত ১৯ জন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা গিয়েছে, সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে। উপস্থিত ছিলেন একাধিক মানুষ। সেখানকার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সে সময় আচমকাই শোনা যায় গুলির আওয়াজ। জানা যায়, মোট ৩ জন হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রথমে একজন এলাকায় ঢুকে একটি বড়সড় একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বাকি দু’‌জনকে খতম করেছেন নিরাপত্তাকর্মীরা। কাবুলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। যদিও এখনও তালিবানদের পক্ষ থেকে ঘটনার দায় নিতে অস্বীকার করা হয়েছে।

সূত্রের খবর, এই হামলার জেরে অন্তত ১০ ছাত্র সহ ১৯ জন নিহত হয়েছেন। জখমের সংখ্যা অন্তত ২২ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। হামলার পরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তাঁরা পড়ুয়া ছাড়াও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন, তাঁদেরও বাইরে বের করে আনেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। তাঁর কথায়, হেলমন্দের তালিবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। প্রসঙ্গত, ২০১৬ সালে কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন ১৩ জন। গত বছর কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৮ জনের।

আরও পড়ুন-বাংলাদেশের কাগজে মোদির প্রশংসায় মমতার অফিসার

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version