Saturday, November 8, 2025

নেতাদের বক্তব্য কতখানি সঠিক, তা যাচাই করতেই রাজ্য সফরে শাহ

Date:

বঙ্গ-বিজেপির নানারকম নেতারা দফায় দফায় দিল্লি উড়ে গিয়ে দলের হাই কম্যাণ্ডকে এতদিন ধরে বুঝিয়ে এসেছেন, বাংলায় বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা ৷ দিল্লি একটু মদত দিলেই ‘সোনা ফলবে’ বাংলায়৷ লোকসভা নির্বাচনের ভোটপ্রাপ্তির হিসেব তুলে ধরে কেউ বুঝিয়ে এসেছেন ১২২টা আসনে গিয়েই আছি৷ আর খান ২৫-৩০ আসন হলেই কেল্লা ফতে৷ কেউ আবার নিজের দলের থেকে অন্য দল ভাঙ্গিয়ে আনতে দরজা কেন বড় করা দরকার, তা বুঝিয়েছেন অমিত শাহ-জেপি নাড্ডাকে৷

ওদিকে ভোট-রাজনীতিতে অভিজ্ঞ অমিত শাহের কাছে তাঁর মন্ত্রক সূত্রে খবর, অঙ্ক এতখানি সহজ-সরল নয়৷ বঙ্গ-নেতারা নিজেদের ইমেজ এবং পদ বাঁচাতে দিল্লিতে এসে বেঠিক বার্তা দিচ্ছেন ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে শাহ কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে সমীক্ষা করিয়েছিলেন৷ সেই সমীক্ষাতেই তিনি জানতে পারেন, বাংলা থেকে ২০ আসন আসতে পারে৷ শাহ বলেওছিলেন সেকথা৷ ফলপ্রকাশের পর দেখা যায়, বিজেপির ঝুলিতে গিয়েছে ১৮ আসন৷

ঠিক সেভাবেই একদমই প্রাথমিকস্তরের এক সমীক্ষার ভিত্তিতে শাহের কাছে এক রিপোর্ট পৌঁছে গিয়েছে৷ তাতে সর্বাধিক ৭০-৭৫ আসন বিজেপি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে৷ কিন্তু এর পরেও বঙ্গনেতারা দিল্লিকে বুঝিয়ে চলেছেন ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা৷ জানা গিয়েছে, শাহকেও একথাই বলা হয়েছে৷ এর ফলে যারপরনাই বিরক্ত শাহ৷ তাই বিষয়টি নিজের হাতে নিয়েছেন৷ প্রথমে নাড্ডাকে পাঠিয়েছেন, তারপর রাজ্যপালকে তলব করে ক্লাস নিয়েছেন এবং ধনকড়কে উত্তরবঙ্গে পাঠিয়েছেন কার্যত বঙ্গ-বিজেপির “উত্তরবঙ্গের সভাপতি”-র দায়িত্ব দিয়ে৷ এর পর অসুস্থতা সত্ত্বেও নিজেই আসছেন রাজ্যে, দলের নেতাদের ‘ব্রিফিং’ কতখানি সঠিক, তা যাচাই করতে৷ রাজ্য নেতারাও এসব আঁচ করতে পেরেছেন৷

এর ফলে শাহের এই সফর নিয়ে রাজ্য বিজেপির নেতারা ঠিক ততটা উৎফুল্ল হতে পারছেন না৷ কারন, দু’দিনের রাজ্য সফরে একের পর এক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷ সেই বৈঠকে যে ছবি স্পষ্ট হবে, তার সঙ্গে বঙ্গ-বিজেপির শীর্ষ নেতাদের বক্তব্যের ফারাক থাকবেই৷ ফলে, রাজ্য নেতারা শাহ-সফর ঘিরে কিছুটা ভীতও বটে৷

কারন, খুবই কড়া ধাঁচের মানুষ শাহ৷ দলের কাজে জোড়াতালি একদমই সহ্য করতে পারেন না৷ সেক্ষেত্রে আগামী ৫-৬ তারিখের ম্যারাথন বৈঠকের পর রাজ্য নেতাদের সম্পর্কে শাহের ধারনা কতখানি বদলে যায়, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন- থামছে না ইন্টারন্যাল রক্তক্ষরণ! দিশাহীন চিকিৎসকরা, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version