রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল কলকাতা

কলকাতা নাইট রাইডার্স – ১৯১/à§­
রাজস্থান রয়্যালস – à§§à§©à§§/৯

৬০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফের রাস্তা তৈরি করল কেকেআর। এদিনের জয়ে মর্গ্যানবাহিনী এক লাফে চার নম্বরে উঠে এলেও প্লে-অফ একেবারে নিশ্চিত নয়। সরাসরি প্লে-অফে যেতে হলে এদিন রাজস্থানকে ৮৫ রানে হারাতে হত। আপাতত সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। ওই ম্যাচে হায়দ্রাবাদ হারলে কলকাতা প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে।

এদিন রয়্যালের বিরুদ্ধে কলকাতা প্রথমে ব্যাট করে শুভমন গিল(৩৬),রাহুল ত্রিপাঠি(৩৯), মর্গ্যান(৬৮) এবং আন্দ্রে রাসেলের ২৫ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৯১ রানের সম্মানজনক স্কোর করে।

১৯২ রান তাড়া করতে নেমে স্মিথবাহিনী ১৩১ রানে শেষ হয়ে যায়। জস বাটলার ছাড়া সেভাবে কেউ ক্রিজে টিকে থাকতে পারেনি। প্যাট কামিংস ৪টি ও বরুণ চক্রবর্তী ও সিভম মাভি দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন- থামছে না ইন্টারন্যাল রক্তক্ষরণ! দিশাহীন চিকিৎসকরা, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র