Tuesday, August 26, 2025

নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, স্বস্তিতে কমল নাথ

Date:

কংগ্রেস নেতা কমল নাথ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে তাদের তীব্র ভর্ৎসনা করল সর্বোচ্চ আদালত। ফলে একদিকে যেমন স্বস্তি পেলেন কংগ্রেস নেতা কমল নাথ, অন্যদিকে তেমনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেল। বিরোধীরা বারবার অভিযোগ করছিলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কমল নাথ ইস্যুতে কমিশনের পদক্ষেপ নিয়ে এবার খোদ শীর্ষ আদালত প্রশ্ন তোলায় সেই অভিযোগ আরও জোরদার হল।

শনিবার মধ্যপ্রদেশ উপনির্বাচনের প্রচারে কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের কিছু মন্তব্যে আপত্তি জানিয়ে তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনে নির্বাচন কমিশন। সেইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের তারকা প্রচারক থাকতে পারবেন না বলে নির্দেশ জারি করে। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমল নাথ। কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, কমিশনকে কে এই ক্ষমতা দিল? কোন দলের নেতা কে হবেন, কে তারকা প্রচারক হবেন সেটা কি নির্বাচন কমিশন ঠিক করবে? তাদের কোনও এক্তিয়ারই নেই এই নির্দেশ দেওয়ার। ক্ষুব্ধ প্রধান বিচারপতি কমিশনের উদ্দেশে প্রশ্ন তোলেন, তারকা প্রচারকের তালিকা থেকে নাম সরানোর ক্ষমতা আপনাদের কে দিয়েছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, মডেল কোড অফ কনডাক্টের নিয়ম মেনেই তারা কমল নাথের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদিও এই জবাবে সন্তুষ্ট না হয়ে কমিশনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

আরও পড়ুন-কেন্দ্রের সুপারিশ মেনে অসম, অন্ধ্রপ্রদেশ সহ ৩ রাজ্যে খুলল স্কুল

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version