Wednesday, November 5, 2025

ক্যানিংয়ে তিন বহিরাগতর এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ তিন গ্রামবাসী, ফুঁসছে এলাকা

Date:

সোমবার রাতে ক্যানিংয়ের জীবনতলায় চলল গুলির ছররা। আর সেই এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ছেন তিনজন। সকাল থেকে এলাকায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কোনও নেতাকে খুন করার জন্যই ভাড়াটে খুনিদের ভাড়া করেছিল। বিজেপি এই দাবি উড়িয়ে দিয়েছে।

ক্যানিংয়ের জীবনতলায় কুতুবুদ্দিন শেখের বাড়িতে বেশ কয়েকদিন ধরেই জনা তিনেক বহিরাগতদের দেখা যায়। তারা হুগলির বাসিন্দা বলে জানা যায়। কেন তারা সেখানে রয়েছে তা জানতে না পারায়, সোমবার রাতে এলাকার মানুষ কুতুবুদ্দিনের বাড়িতে যান। কিন্তু সেখানে ওই তিন বহিরাগতদের দেখা মেলেনি। এরপর এলাকার মাঠের দিকে এলাকার মানুষ যান। বাড়ির অদূরে মাঠের কাছে গিয়ে তিনজনের সন্ধান পান। কিন্তু ওই তিন দুষ্কৃতী তখন মারমুখী। যে গ্রামবাসী তাদের দিকে এগিয়েছে, তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাথাড়ি গুলিতে ৩জন গুলিবিদ্ধ হলে তাদের স্থানীয় হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। তিনজনেরই শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন:ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির বলি ২

এদিন সকালে তিন দুষ্কৃতীর সন্ধান শুরু হয়। স্থানীয় গোবিন্দপুর এলাকার মানুষ তিনজনকে বেহিসাবিভাবে ঘুরতে দেখে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা। তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের খুন করতে ভাড়াটে শ্যুটারদের এনেছিল। পাল্টা বিজেপি বলছে, আমরা কোথাও নেই। তদন্ত হলে বোঝা যাবে, এটা আসলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের ষড়যন্ত্র।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version