Thursday, July 3, 2025

ক্যানিংয়ে তিন বহিরাগতর এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ তিন গ্রামবাসী, ফুঁসছে এলাকা

Date:

সোমবার রাতে ক্যানিংয়ের জীবনতলায় চলল গুলির ছররা। আর সেই এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ছেন তিনজন। সকাল থেকে এলাকায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কোনও নেতাকে খুন করার জন্যই ভাড়াটে খুনিদের ভাড়া করেছিল। বিজেপি এই দাবি উড়িয়ে দিয়েছে।

ক্যানিংয়ের জীবনতলায় কুতুবুদ্দিন শেখের বাড়িতে বেশ কয়েকদিন ধরেই জনা তিনেক বহিরাগতদের দেখা যায়। তারা হুগলির বাসিন্দা বলে জানা যায়। কেন তারা সেখানে রয়েছে তা জানতে না পারায়, সোমবার রাতে এলাকার মানুষ কুতুবুদ্দিনের বাড়িতে যান। কিন্তু সেখানে ওই তিন বহিরাগতদের দেখা মেলেনি। এরপর এলাকার মাঠের দিকে এলাকার মানুষ যান। বাড়ির অদূরে মাঠের কাছে গিয়ে তিনজনের সন্ধান পান। কিন্তু ওই তিন দুষ্কৃতী তখন মারমুখী। যে গ্রামবাসী তাদের দিকে এগিয়েছে, তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাথাড়ি গুলিতে ৩জন গুলিবিদ্ধ হলে তাদের স্থানীয় হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। তিনজনেরই শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন:ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির বলি ২

এদিন সকালে তিন দুষ্কৃতীর সন্ধান শুরু হয়। স্থানীয় গোবিন্দপুর এলাকার মানুষ তিনজনকে বেহিসাবিভাবে ঘুরতে দেখে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা। তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের খুন করতে ভাড়াটে শ্যুটারদের এনেছিল। পাল্টা বিজেপি বলছে, আমরা কোথাও নেই। তদন্ত হলে বোঝা যাবে, এটা আসলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের ষড়যন্ত্র।

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...
Exit mobile version