Tuesday, December 16, 2025

বুদ্ধবাবুর আমরা-ওরা আর ২৩৫-এর দম্ভ মনে করিয়ে কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

Date:

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যেও পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় এসে মাঝেমধ্যেই দফতরের সরকারি কাজ করছেন। আবার বিভিন্ন বেসরকারি কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখছেন। কিন্তু কেন বলছেন? কিজন্য বলছেন? কী উদ্দেশ্যে বলেছেন? উত্তর, একমাত্র তিনিই জানেন।

একুশের নির্বাচন আসতে খুব দেরি নেই। তবুও তাঁর বক্তব্য ঘিরে জটিলতা বাড়ছে। রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা-চর্চা চলছে। ঠিক কাকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী? তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও ভিমড়ি খাচ্ছেন! সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে!

এবার সেই জটিলতা আরও বাড়ালেন শুভেন্দু। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়ালে পঞ্চায়েতের প্রশাসনিক ভবন উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন, ”ক্ষমতার দম্ভ দেখালে ২৩৫ যেমন উঠে গিয়েছে, তেমনই পঞ্চায়েতের ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও সরিয়ে দেবে মানুষ।”

বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই “আমরা-ওরা” স্মরণ করিয়ে এ দিন শুভেন্দু বলেন,”পার্টি দেখে কাজ করলে বেশিদিন ক্ষমতায় টিঁকে থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবেন। দিনের শেষে যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন! মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামে লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল, আমরা তো ২৩৫, ওরা ৩০। ওদের কথা শুনবো কেন! এত পুলিশ, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার! কিন্তু মাত্র দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গেল। মানুষ তছনছ করে দিল। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকবেন।”

“ছোটলোক”, “লিফট-প্যারাসুট”, “নন্দীগ্রাম সমাবেশ”, “আমরা চলি সমুখ পানে”, “আমি ভোটে ডক্টরেট” ইত্যাদি তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর এবার “দাম্ভিক” বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করিয়ে কীসের বার্তা, কাকে বার্তা দিলেন শুভেন্দু? ফের নতুন জল্পনা রাজ্য রাজনীতিতে!

আরও পড়ুন- Shuvendu update : এবার টেনে আনলেন ‘নেত্রী’র প্রসঙ্গ, কোন ইঙ্গিত শুভেন্দুর?

Related articles

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...
Exit mobile version