Tuesday, August 26, 2025

মালদহঃ কালিয়াচক। নামটা শুনলেই মনের মধ্যে ঘুরে ফিরে আসে বোমাবাজি, জালনোট, রাজনৈতিক সংঘর্ষ, খুনের ঘটনা। বারবার নানা বিতর্কিত বিষয়ে খবরের শিরোনামে থাকে মালদার এই এলাকা। কিন্তু এ যেন এক অন্য কালিয়াচক।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস, এখানে ভগবানেরই আরেক রূপ। কেন? গ্রামের কাঁচা মাটির রাস্তা পেরিয়ে, প্রতিদিন সকালে ছুটে চলে ডাক্তারবাবুর মোটরবাইক। কোভিড পরিস্থিতিতেও, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেন তিনি। মঙ্গলবার জালালপুর গ্রামপঞ্চায়েতের ফতেখানি গ্রামে শতাধিক গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন জেনারেল ফিজিশিয়ান, ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। তবে তিনি একা নন। সঙ্গে ছিলেন তাঁরই দুই সহকর্মী ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসান। একজন চক্ষু বিশেষজ্ঞ ও অন্যজন দন্ত বিশেষজ্ঞ। তাঁরা দুজনেও এই জেলারই বাসিন্দা।

জন্মসূত্রে কালিয়াচক মোজামপুর এলাকার বাসিন্দা হলেও ভিন রাজ্যে পড়াশোনা করেছেন ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতার কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক। কলকাতায় নিজস্ব চেম্বারও রয়েছে তাঁর। কিন্তু কয়েক বছর বাইরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও মন টেকে নি তাঁর। তাই সব ছেড়ে, মাটির টানে, গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের পরিষেবা দিতেই ফিরে এসেছেন কালিয়াচকে।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস জানিয়েছেন, আপাতত ভিন রাজ্যে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। গ্রামের মানুষের পাশে থাকতে অঙ্গিকারবদ্ধ তিনি। আর এই কাজে তিনি পাশে পেয়েছেন ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসানকে।

তিন চিকিৎসকের মহান প্রচেষ্টায় খুশি গ্রামবাসীরাও। তাঁরা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারেননি এমনটাও হতে পারে। মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায় অনেকেই বলছেন “হ্যালো ডাক্তার বাবু”। কথাটা শুনে অবাক হওয়ার মতই। সাদামাটা পোশাকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেখা গেল ডা: জোয়েব ফারহাদ বিশ্বাসকে। হাতে তাঁর স্টেথোস্কোপ এবং প্রেসার মাপার যন্ত্র। রোগী দেখার পর প্রেসক্রিপশন লিখে বিনামূল্যে ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবু। তিনি এখন কালিয়াচকের সাধারণ মানুষের কাছে নয়নের মণি। কেউ কেউ তো আবার ডাক্তারবাবুকে “হিরো” বলে ডাকতেও শুরু করেছেন। এ যেন সত্যিই এক অন্য কালিয়াচক!

আরও পড়ুন- বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...
Exit mobile version