Saturday, November 8, 2025

অমিত সফর: নাটক করতে এসে দিবাস্বপ্ন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

Date:

একাধিক দলীয় কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। রাজ্য সফরে এসেই বঙ্গদখল-সহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যু ঘন্টা ইত্যাদি আক্রমণাত্মক মন্তব্য করছেন শাহ।

এ দিকে তাঁকে পাল্টা দিতে মাঠে নামলো শাসক দল তৃণমূল কংগ্রেস। অমিত শাহের মন্তব্যের রাজনৈতিক মোকাবিলা শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের তরফে। তৃণমূল সংসদ সৌগত রায় অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, “দিবাস্বপ্ন দেখছে বিজেপি, বাংলার মানুষকে ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে কিছু হবে না।”

রাজ্যের অন্যতম ফিরহাদ হাকিমও অমিত সফরকে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, অমিত শাহ নাটক করতে বাংলায় এসেছেন।

এদিন অমিত শাহকে একহাত নিয়ে ফিরহাদ হাকিম বলেন, “অমিত শাহ কলকাতায় এসে মতুয়াদের হাত থেকে খাবার খাবেন। কিন্তু অন্যদিকে উত্তর প্রদেশে আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে হচ্ছে এবং পরে তাদের জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে।”

হাতরসের ঘটনাকে উল্লেখ করে ফিরহাদের দাবি, “উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে তা ঢাকতেই কলকাতায় এসে মতুযাদের বাড়িতে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অমিত শাহ। আসলে পুরোটাই লোক দেখানো।’

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে। কিন্তু বাংলা ঐক্যের রাজনীতি করে। মতুযাদের বাড়ি বা সংগঠন, ইউনিভার্সিটি সবকিছুই করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা কিন্তু কখনোই এক দিনেই অমিত শাহের আসা-যাওয়াতে ভুলে যাবে না মতুয়ারা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version