Thursday, August 21, 2025

টাকা দিয়ে বিহারে ভোট কিনছে বিজেপি, ভিডিও প্রকাশ্যে এনে বিস্ফোরক আরজেডি

Date:

পুনরায় নীতীশ সরকার? নাকি তেজস্বী যাদব? কে বসবেন বিহারের মসনদে? গোটা দেশের নজর আপাতত আটকে রয়েছে সেখানেই। চলছে শেষদফা নির্বাচনী যজ্ঞ। এহেন পরিস্থিতির মাঝেই এদিন বিহার নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তেজস্বী যাদবের দল আরজেডি। এক ভিডিও প্রকাশ্যে এনে তাদের তরফে অভিযোগ তোলা হয়েছে নগদ টাকা ছড়িয়ে বিহারে ভোট কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় জনতা দলের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক যুবক ভোট দিতে যাওয়া ব্যক্তিদের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিহার রাজনীতিতে। আরজেডির তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। ভিডিওর পাশাপাশি তেজস্বী দলের তরফে লেখা হয়েছে, ‘এটা বিহার সাহেব, টাকা দিয়ে বিহারীদের আপনারা কিনতে পারবেন না। বিজেপি হেরে গিয়ে এবার সরাসরি টাকা বিলোতে শুরু করেছে।’ তবে আরজেডির এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।

আরও পড়ুন:মার্কিন প্রেসিডেন্টের চেয়ার থেকে মাত্র ৬ ভোট দূরে বাইডেন, পিছিয়ে পড়ছেন ট্রাম্প

উল্লেখ্য, গত মাসে ঠিক একই অভিযোগ উঠেছিল আরজেডির বিরুদ্ধে। যদিও তা ভোট কেনাকে কেন্দ্র করে নয়, নির্বাচনে টিকিট কেনার বিষয়টিকে কেন্দ্র করে। আরজেডি নেতা সঞ্জয় সিং এর গাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৭৪ লক্ষ টাকা। প্রেক্ষিতে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদির অভিযোগ ছিল নির্বাচনের টিকিট কেনার জন্য এই টাকা রেখেছিলেন সঞ্জয় সিং। যদিও গাড়ির চালকের তরফে জানানো হয় গাড়িটি সঞ্জয় সিং-এর হলেও টাকা বাজেয়াপ্ত করার সময় তিনি সেখানে ছিলেন না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version