Thursday, August 21, 2025

অনুমতি ছাড়া রাজ্যে তদন্ত করতে পারবে না সিবিআই, কড়া পদক্ষেপ কেরলের

Date:

বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলির তরফে এ অভিযোগ তোলা হয়েছে একাধিকবার। ফলস্বরূপ ‘পক্ষপাত দুষ্ট'(বিরোধীদের অভিযোগ অনুযায়ী) সিবিআইয়ের কর্মপদ্ধতিতে লাগাম পরাতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে অবিজেপি শাসিত একাধিক রাজ্য। সেই তালিকায় এবার যুক্ত হল বাম শাসিত রাজ্য কেরল। বুধবার সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নিলেও পিনারাই বিজয়নের মন্ত্রিসভা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একাধিকবার সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি অভিযোগ তোলেন ক্ষমতার সীমা ছাড়িয়ে রাজ্যকে বদনাম ও অস্থির করার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে সিবিআই। এর ঠিক পরেই এই পদক্ষেপ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। বুধবার কেরলের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জেনারেল কনসেন্ট’ আর দেওয়া হবেনা সিবিআইকে। যার অর্থ এখন থেকে এই রাজ্যে কোনওরকম তদন্ত সিবিআই করতে চাইলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাজু সরকার অনুমতি দিলে তবেই কোনওরকম তদন্ত শুরু করতে পারবে কেন্দ্রীয় এই এজেন্সি। যদিও দেশের মধ্যে কেরল এই প্রথম রাজ্য নয় যে সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল। এর আগে একই পথে হেঁটেছে ছত্রিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ।

প্রসঙ্গত, সোনা পাচার কান্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কেরলের একাধিক মন্ত্রী ও আধিকারিকের এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। যার জেরে প্রবল চাপের মধ্যে রয়েছে কেরল সরকার। তারপরই এই পদক্ষেপ। উল্লেখ্য, কেরল সিপিএমের সাধারণ সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণও সিবিআইয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, সিবিআই যেভাবে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে তাতে সরকারের কিছু একটা করা প্রয়োজন।

আরও পড়ুন- অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version