Monday, November 10, 2025

ভোকাল টনিক দিতে শোভন-বৈশাখীকে হোটেলে ডাক অমিত শাহর! জোর জল্পনা

Date:

বেশ কিছুদিন ধরে দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না শোভন চট্টোপাধ্যায় বা তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। অমিত শাহকে স্বাগত জানাতে বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে যে বিজেপি নেতারা উপস্থিত ছিলেন সেখানেও দেখা মেলেনি শোভনের। তবে, বুধবার বাঁকুড়া থেকে অমিত শাহ ফেরার পর রাজারহাটের হোটেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শোভন-বৈশাখী।এর আগে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের একাধিক কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। কিন্তু এদিন বান্ধবী সহ শোভনের এই নৈশবৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত জানুয়ারিতে মোদি বেশ কিছু কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন। সেই সফর বা শহিদ মিনারে শাহের জনসভা অথবা নাড্ডার কর্মসূচি— প্রতিটিতেই শোভন-বৈশাখীকে ডাকা হলেও বিভিন্ন কারণে সে সব কর্মসূচিতে যাননি শোভন-বৈশাখীকে। ষষ্ঠীর দিন নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুয়ালি ইজেডসিসি-তে বিজেপি দুর্গাপূজো উদ্বোধন করেন। রাজ্য বিজেপি প্রথমসারির প্রায় সব নেতা-নেত্রী সেদিন উপস্থিত ছিলেন। কিন্তু সেখানেও আসেননি এঁরা দুজন।

আরও পড়ুন- স্রেফ একটি রক্তপরীক্ষাই বলে দেবে আপনার মৃত্যু তারিখ!

এখন প্রশ্ন হচ্ছে, অমিত শাহের সফরে কী এমন ঘটল- যে দুজনেই তাঁর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করলেন। বৈশাখী অবশ্য জানিয়েছেন, এর আগে অমিত শাহ সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা হয়নি বলেই এবার দেখা করছেন।

তবে বিজেপি সূত্রের খবর, শোভন-বৈশাখী সঙ্গে অমিত শাহের দেখা করানোর বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন। তবে রাজ্য বিজেপির একজনের ভূমিকাও এখানে অনস্বীকার্য বলে মনে করছেন অনেকেই। তিনি রাজ্য বিজেপির নতুন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। শোভন-বৈশাখী সঙ্গে সুসম্পর্কের খাতিরে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে দুজনকে সক্রিয় করতে উদ্যোগ নিয়েছেন তিনি। অমিত শাহের ভোকাল টনিক কতটা কাজ দেয় এখন সেটাই দেখার।

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version