Wednesday, August 27, 2025

বিহারে শেষ দফার ভোটগ্রহণ চলছে, ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা

Date:

বিহার বিধানসভা ৭৮ আসনে আজ শনিবার তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ভাগ্যপরীক্ষায় নামছেন এক ডজন মন্ত্রী সহ ১ হাজার ২০৪ জন প্রার্থী। আজ তৃতীয় দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার। তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থ করেছে নির্বাচন কমিশন।
কারণ, বড় রাজনৈতিক দলগুলোর ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তৃতীয় দফায় ৭৮টি কেন্দ্রে হতে চলা ভোটের জন্য মধ্যে ১ হাজার ১৯৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তার ৩১ শতাংশ বা ৩৭১ জন নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়ে ঘোষণা করেছেন।
বিহার ভোটের শেষ দফার প্রার্থীদের এক-তৃতীয়াংশ বিরুদ্ধে ধর্ষণ, খুন, তোলাবাজির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত।  এমনই তথ্য জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ (বিইডব্লু)  এবং এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

আরও পড়ুন- তাঁর সম্পর্কে ছেলে জয়কে কী নালিশ করেছিলেন মমতা? জানিয়ে দিলেন অমিত শাহ
ওই তথ্যে দেখা যাচ্ছে, গুরুতর অভিযোগ রয়েছে, এমন প্রার্থী সবথেকে বেশি রয়েছে দুই জাতীয় দল কংগ্রেস এবং বিজেপিতে, তাদের ৭৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর পরে রয়েছে আরজেডি, যাদের ৭৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ৫৭ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জেডিইউ। আর তারপর রয়েছে এজেপি। তাদের ৪৩ শতাংশ প্রার্থী বিভিন্ন গুরুতর মামলায় অভিযুক্ত।
প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। যেখানে প্রার্থীরা নিজেই নিজেদের বিরুদ্ধে থাকা মামলার ব্যাপারে জানিয়েছেন।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version