Saturday, November 8, 2025

অমানবিক পুলিশ! ক্যানসার আক্রান্ত রোগীর গাড়ির চাকায় লাগিয়ে দিল কাঁটা

Date:

চূড়ান্ত অমানবিকতার নিদর্শন এসএসকেএম হাসপাতাল চত্বরে। এক ক্যানসার আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল রেডিয়েশন দিতে। রেডিয়েশন দিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখা যায় কাঁটা লাগিয়ে দিয়েছে পুলিশ। রোগীর আত্মীয়রা হাজারও কাকুতি, মিনতি করলে পুলিশ গাড়ি ছাড়তে রাজি হয়নি। এই ঘটনায় শনিবারের চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

দেখা গিয়েছে, রেডিয়েশন নেওয়া অসুস্থ ক্যানসার আক্রান্ত ব্যক্তি গাড়ির মধ্যে পড়ে রয়েছেন। গাড়ির চাকায় কাঁটা লাগানো। রোগীকে নিয়ে বর্ধমানে গ্রামের বাড়িতে ফিরতে পারছে না গাড়ি এবং রোগীর আত্মীয়রা। পরিবারের অভিযোগ, রোগীকে দেখেও অমানবিক আচরণ করছে পুলিশ। রোগীর এক আত্মীয় বলেন, “মরণাপন্ন ক্যানসার রোগী। বর্ধমানের গ্রামের বাড়ি থেকে আমরা অনেক কষ্ট করে গাড়ি করে নিয়ে এসেছিলাম রেডিয়েশন দেওয়ার জন্য। এরপরই পুলিশ এসে বলে, এখানে গাড়ি পার্কিং করা যাবে না, টাকা লাগবে। পুলিশ টাকা চাওয়ায় আমরা তা দিতে আপত্তি করি। আর তারপরেই পুলিশ গাড়িতে কাঁটা লাগিয়ে দিয়ে চলে যায়। এখন বাড়ি ফিরতে পারছি না। সকাল থেকে খাবারও জোটেনি।”

জানা গিয়েছে, ক্যানসার আক্রান্ত ওই রোগীর নাম শান্তিপদ দাস। ৬৫ বছরের ওই বৃদ্ধ মুখের ক্যানসারে আক্রান্ত। তিনি বর্ধমানের বাসিন্দা। একেবারে শয্যাশায়ী। কথা বলতে পারেননা। খাওয়া বন্ধ। আত্মীয়ের গাড়িতে করে এসএসকেএম-এ এসেছিলেন রেডিয়েশন নিতে। রেডিয়েশন নিয়ে রোগীকে গাড়িতে তুলতে গিয়েই দেখেন বিপত্তি! গাড়ির চাকাতে কাটা মারা রয়েছে। কাগজপত্র, টাকাপয়সা জমা দিয়ে তাঁদের ফিরে যেতে হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজ্যে বিজেপি এলে তৎপর কেন্দ্রীয় এজেন্সির হাতে সুরক্ষিত হবে, সীমান্ত : শাহ

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version