Thursday, August 28, 2025

উপত্যকায় সেনার গুলিতে ঝাঁঝরা ৩ জঙ্গি, শহিদ সেনা অফিসার সহ ৪ জওয়ান

Date:

বিগত কয়েক বছর ধরে রক্তাক্ত ভূস্বর্গ। লাগাতার চলছে সন্ত্রাস বিরোধী অভিযান। পাক ইন্ধনে উপত্যকার অন্দরে সমানতালে বেড়েছে জঙ্গি কার্যকলাপ ও রক্তক্ষরণ। এসব কিছুর মাঝেই রবিবার সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দিল ভারতীয় জওয়ানরা। পাশাপাশি এই গুলির লড়াইয়ে ৪ জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার সেক্টর থেকে রবিবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল বেশ কয়েকজন জঙ্গি। গোপন খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযানে নামে বিএসএফ ও সিআরপিএফ জওয়ানরা। সেনা উপস্থিতি টের পেয়ে মরিয়া হয়ে ওঠে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষন ধরে দু’পক্ষের সংঘর্ষের পর সেনার গুলিতে নিকেশ হয় ৩ জঙ্গি। যদিও এই তিনজনের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে জঙ্গিদের কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে গুলির লড়াই চলাকালীন জঙ্গিদের গুলিতে একজন সেনা অফিসার সহ ৪ জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন:জো বাইডেন: মার্কিন ইতিহাসের তরুণ সিনেটর থেকে আজ আমেরিকার বয়স্ক রাষ্ট্রপতি

প্রসঙ্গত, বহু আগেই গোয়েন্দাদের তরফে ভারতীয় সেনার কাছে রিপোর্ট এসেছিল অনুপ্রবেশের জন্য পাক অধিকৃত কাশ্মীরের নানান জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা। একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা সুযোগ খুঁজছে সীমান্তে অনুপ্রবেশের। দলে বেশকিছু ফিদায়েঁ জঙ্গি রয়েছে বলেও খবর আসে। তথ্য অনুযায়ী, শীতে উপত্যকার চরম আবহাওয়ার কারণে অনুপ্রবেশের ঝুঁকি ব্যাপক। ফলস্বরূপ, শীত প্রবলভাবে পড়ার আগেই সীমান্ত পেরিয়ে উপত্যাকায় অনুপ্রবেশ করতে মরিয়া হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা। সেনার চোখে ফাঁকি দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় জওয়ানরা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version