Sunday, November 9, 2025

কমিটিতে ঘনিষ্ঠজন জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চারবারের বিধায়ক

Date:

কমিটিতে ঘনিষ্ঠজন জায়গা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বললেন, এভাবে দল চলতে পারেনা। প্রয়োজনে দল ছাড়ার কথা ভাবব।

রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এরপর সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধাড়ার নাম ঘোষণার পরই ক্ষোভ উগরে দিলেন সিঙ্গুরের চারবারের বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের কৃষিজমি রক্ষা কমিটির নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “এই কমটির সিদ্ধান্তে যদি কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিবর্তন না করে, আমাদের দল সম্পর্কে চিন্তা করে ভিন্ন যেতে পারি কিনা সেটাও চিন্তা করতে হবে। এই ক্ষোভের কারণ হল, যেখানে অন্যায় করে তাঁরা দলের পরিচালক হতে পারে অথচ আমরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা সেখানে চিহ্নিত হয়ে দল থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হল। দলের থেকে এই ব্যবহার পাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দল আমার প্রতি যথেষ্ট সম্মান দেখালেও, শেষ মূহুর্তে যেভাবে দল আমাকে একেবারে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে অবহেলা করে আমাকে সরিয়ে দেওয়া হল, এটা কখনই আমি মেনে নেব না। প্রয়োজন হলে দল পরিবর্তন করব। আমাকে বিধায়কের টিকিট দিলেও সেই অতীতের ঘটনার পুনরাবিত্তি ঘটবে।”

আরও পড়ুন- বিভীষণকে নিয়ে কী ভীষণ টানাটানি! আজ বাড়িতে বিজেপি সাংসদ

এই ঘটনার পর হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চাননি। বলেন, সাময়িক মনমালিন্য হতেই পারে। কেউ কমিটিতে না থাকা মানে সে উপেক্ষিত এমন ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্ত বিজেপি জেলা সভাপতির “গুণধর” ভাইপোর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version