Sunday, November 9, 2025

পুলিশ হেফাজতে বিষ্ণু মাল খুনে অভিযুক্ত বিশাল-সহ ৩ জন

Date:

চুঁচুড়া কামারপাড়ার যুবক বিষ্ণু মাল খুনের ঘটনায়, অভিযুক্ত বিশাল দাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার চুঁচুড়া আদালতে তোলা হয়েছিল বিশাল দাস ও তার দুই সঙ্গী রথীন সিং ও বিপ্লব বিশ্বাসকে।

আরও পড়ুন : মালদায় সাফাইকর্মীদের আন্দোলনে লাঠিচার্জ ইংরেজবাজার থানার পুলিশের

গত ১০ অক্টোবর, চুঁচুড়ার কামারপাড়ার যুবক বিষ্ণু মালকে বাড়ি থেকে অপহরণ করে খুন করেছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। বিষ্ণুর দেহ টুকরো টুকরো করে বিশাল ও তার পাঁচ সঙ্গী। গত তেসরা নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে অভিযুক্ত বিশাল দাস ও তার সঙ্গীদের গ্রেফতার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ।

চুঁচুড়ার রায়বেড়ের নিহত যুবক বিষ্ণু মালের কাটা মুণ্ড এখনও মেলেনি। শেওড়াফুলি থেকে ধড় ও বৈদ্যবাটি থেকে হাত-পা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই যুবকের হাত-পা এবং মুণ্ড কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলার গোটা পর্ব মোবাইল ফোনে ‘রেকর্ড’ করা হয়। কাটা মুণ্ডর সঙ্গে এ বার ওই ফুটেজেরও খোঁজ শুরু করেছে চন্দননগর কমিশনারেট। বিশালকে নিজেদের হেফাজতে নিয়ে সেই মাথা উদ্ধার করতে চাইছে তারা।

আরও পড়ুন : প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুন, যুবকের আমৃত্যু কারাদণ্ড

উল্লেখ্য, বিষ্ণু ছাড়াও আরও তিনটি খুন ও একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে এই বিশালের বিরুদ্ধে। বারুইপুর জেল থেকে চুঁচুড়ায় নিয়ে যাওয়া হয় তিন দুষ্কৃতীকে। চুঁচুড়া আদালত এদিন ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে, বিষ্ণুর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মিছিল করেন কামারপাড়ার বাসিন্দারা। এরপর বিশালের ছবি পুড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version