Sunday, November 9, 2025

সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যম, অ্যাঙ্করদের জবাব তলব দিল্লি হাইকোর্টের

Date:

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা নিয়ে খবরের সম্প্রচার করেছিল একাধিক সংবাদ মাধ্যম। সংশ্লিষ্ট চ্যানেল এবং অ্যাঙ্করদের জবাব তলব করল দিল্লি হাইকোর্ট।

বলিউডের ৩৪ টি প্রযোজনা সংস্থা এই মামলা দায়ের করে। রিপাবলিক টিভি, টাইমস নাও সহ অর্ণব গোস্বামী, নভিকা কুমারদের জবাব তলব করেছে আদালত। একইসঙ্গে বিচারপতি রাজিব শাকধে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট চ্যানেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেন কোনও মানহানিকর বিষয়বস্তুর দেখানো না হয়। এই ৩৪টি প্রযোজনা সংস্থার মধ্যে রয়েছে, শাহরুখ খান, আমির খান, সালমান খান, ফরহান আখতার, অজয় দেবগন, রোহিত শেট্টি, অনিল কাপুর, করণ জোহর, অক্ষয় কুমারের সংস্থা।


শুনানিতে হাই কোর্ট বলেছে, নিরপেক্ষতা বজায় রেখে অবাধ এবং সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে ভর্ৎসনা করেছে আদালত। বিচারপতি শাকধে বলেন, ” যেকোনো বিষয় নিয়েই বিচার করা হচ্ছে। এটা অত্যন্ত হৃদয়বিদারক এবং হতাশাজনক। চার্জশিট দাখিলের আগেই কাঠগড়ায় তোলা হচ্ছে।” বিষয়বস্তু কিছুটা লঘু করার প্রয়োজন আছে বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। শুনানিতে হাই কোর্ট বলেছে, “মনে হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেল টিভি চ্যানেলগুলি বিধি মানছে না।”

এদিনের শুনানিতে হাইকোর্ট আরও বলেছে, শুধু আমজনতা, শিক্ষিত মানুষও সংবাদ মাধ্যমের দ্বারা প্রভাবিত হতে পারে। বিচারপতি বলেন, ” আপনারা চতুর্থ স্তম্ভ। যার মূল ভিত্তি সাধারণ মানুষ। কেউ চান না নিজেদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে চলে আসুক। গোপনীয়তা নষ্ট হোক। কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না।” টেলিভিশন চ্যানেলে যে ধরনের শব্দ ব্যবহার করা হয় তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন:বিপাকে অর্জুন রামপাল, অভিনেতার বাড়িতে তল্লাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version