Wednesday, November 5, 2025

মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছেলে তেজস্বী, উত্তেজনায় হাসপাতালে অসুস্থ লালু

Date:

বিহারের মসনদ কার দখলে যাবে তার জবাব মিলতে চলেছে আজ মঙ্গলবার। তবে ইতিমধ্যেই প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা জানিয়ে দিয়েছেন বিহারের ক্ষমতা এবার পেতে চলেছে আরজেডি কংগ্রেসের মহাজোট। সমীক্ষার রিপোর্ট স্বস্তি মিললেও ভোট গণনার সময় যত এগিয়ে আসছে ততই টেনশন বাড়ছে লালু প্রসাদ যাদবের। লালুর এই টেনশনের কারণেই উদ্বিগ্ন রাঁচির রিমস হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই টিভিতে সামনে চোখ লাগিয়ে বসে রয়েছেন লালু প্রসাদ যাদব। লালুর চিকিৎসক উমেশ যাদব এ প্রসঙ্গে সোমবার বলেন, ‘লালুজির এই টেনশন কিন্তু ঠিক নয়। ওঁর শরীর গত কয়েক দিন ধরে খারাপ হয়েছে। ওঁর সমস্যা মূলত কিডনির। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়়েছে। সুগার এবং হাইপ্রেশারের সমস্যাও রয়েছে। ওঁর পূর্ণ বিশ্রাম দরকার।’ তবে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত থাকলেও পুরোপুরি ফল প্রকাশ না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না লালু প্রসাদ যাদব। অবশ্য হাসপাতাল থেকে তিনি আগেই বার্তা দিয়ে দিয়েছেন ফল যাই হোক না কেন রাজ্যের শান্তি যেন বজায় থাকে।

আরও পড়ুন:২০১৫-তে বিহারের ‘এক্সিট পোল’ উল্টে গিয়েছিলো ফলপ্রকাশের পর

গত পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর সাজা প্রাপ্ত হন লালু প্রসাদ যাদব। প্রথমে রাঁচি বিরসা মুন্ডা জেলে থাকলেও পরে অসুস্থতার কারণে তাকে পাঠানো হয় রিমস হাসপাতলে। বর্তমানে করোনা পরিস্থিতিতে রিমস হাসপাতাল চত্বরে কেনি বাংলোয় রাখা হয়েছে তাকে। আশা করা হচ্ছিল গত ৯ নভেম্বর হয়তো জামিন পেয়ে যাবেন লালু প্রসাদ। তবে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে লালু প্রসাদ যাদবের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version