Wednesday, November 12, 2025

তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘটনাস্থলে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

ফের শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনা তপসিয়া এলাকার ২৪ নম্বর বাস স্ট্যান্ডের। আজ, মঙ্গলবার ভরদুপুরে তপসিয়া এলাকার এক বস্তিতে আগুন লাগে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫০টির বেশি ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকলের কমপক্ষে ১৫টি ইঞ্জিন। কিন্তু ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। যদিও প্রাণহানির খবর নেই।

দমকল কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকার রঙের কারখানাতেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- হরিয়ানার উপনির্বাচনে ফের ধরাশায়ী বিজেপির অলিম্পিয়ান প্রার্থী যোগেশ্বর দত্ত

এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ছুটে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর থেকে এমন কথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

আরও পড়ুন- এগোচ্ছে মহাজোট, চাপ বাড়ছে গেরুয়া শিবিরের? ক্ষমতার আরও কাছে তেজস্বী !

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version