Tuesday, November 4, 2025

হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প, পম্পেওর ইঙ্গিতে তুঙ্গে জল্পনা

Date:

ম্যাজিক ফিগার পেরিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। কিন্তু নিজের ক্ষমতা কিছুতেই হস্তান্তর করতে রাজি নন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি ঘোষণা করেছেন যে তাঁরাই জিতছেন। নির্বাচন পরে সেই পাওয়া গিয়েছিল। এবার ট্রাম্পের হোয়াইট হাউস না ছাড়ার ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও।


এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ” আমরা পুনরায় সব ভোট গণনা করব। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। সারা বিশ্ব দেখেছে নির্বাচন পর্বে কী হয়েছে। গণনা সম্পূর্ণ হলে ইলেক্টোরদের বেছে নেওয়া হবে। সংবিধানেও তাই বলা আছে। ২০ জানুয়ারি দুপুরের এক মিনিট পরে যে প্রেসিডেন্ট পদে থাকবেন তাঁর সঙ্গে কাজ করবে বিদেশ দফতর।”

ভোট গণনা পর্বে কারচুপির অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে প্রশ্ন করা হলে পম্পেও উত্তর দেন, “প্রত্যেকটি বৈধ ভোট গণনা করা হবে”। আগামী সপ্তাহে নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কয়েকটি মামলা করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমরাই জিতব। আরও বেশি সাফল্যের দিকে এগোচ্ছি। আগামী সপ্তাহের মধ্যে ফল পাওয়া যাবে।”

প্রসঙ্গত, গদি ছাড়ার আগেই প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। চাপানৌতোরের আবহে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, নির্বাচনে হলো মার্কিন আইন অনুযায়ী ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তাঁর ক্ষমতা হবে সীমিত। ডিসেম্বরে আমেরিকার ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের নির্বাচন।

আরও পড়ুন:বাইডেনের ভারতযোগ প্রকাশ্যে, শীতের মরশুমে নাগপুর আসতেন তাঁর পরিজনেরা

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version