Saturday, August 23, 2025

এলাকায় ঘুরছে করোনা আক্রান্ত, পিটিয়ে খুন প্রতিবাদী বিজেপি কর্মীকে!

Date:

এলাকায় ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত ব্যক্তি। প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার গাজিপুরে। মৃত বিজেপি কর্মী গোকুল জানা (৬২)। তিনি ১৭৭ নম্বর বুথে বিজেপির সম্পাদক। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন : দিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী টিঙ্কু পাল, দুজনেই করোনা আক্রান্ত। আইসোলেশনে থাকার পরিবর্তে, ওই পঞ্চয়েত সদস্যার স্বামী, দিব্য এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, গ্রামের নলকূপ থেকে তিনি জল নিয়ে গিয়েছেন। এই অভিযোগ নিয়ে এলাকার আশা কর্মী মিনতি জানার বাড়িতে গিয়েছিলেন বিজেপি কর্মী গোকুল জানা। সেখানেই আশা কর্মীর স্বামী শঙ্কর জানা, পাল্টা আঘাত করেন বিজেপি কর্মী গোকুল বাবুকে। এছাড়াও এই হামলায় জড়িত করোনা আক্রান্ত টিঙ্কু পাল ও তার দলবল।

অভিযোগ, বৃদ্ধ গোকুল বাবুকে রাস্তায় ফেলে পরটর কিল, চড়, ঘুষি মারা হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার অভিযোগও উঠেছে। বুধবার রাতে পরিবারের তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে।

আরও পড়ুন : কয়লার টেন্ডার নিয়ে গোলমাল! অন্ডালে শুটআউটে মৃত্যু হল তৃণমূল কর্মীর

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ, ভগবানপুর দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গুণ্ডামি বেড়ে গিয়েছে। অবিলম্বে এব্যাপারে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও বিজেপির তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version