Sunday, November 2, 2025

সোমেন মিত্রের প্রয়ানের পর নতুন সভাপতি হয়ে অধীর চৌধুরী তাঁদের বাড়ি গিয়েছিলেন বটে, কিন্তু ভাঙা কাঁচ জোড়া লাগার নয়।

সোমেনবাবুর স্ত্রী শিখা মিত্র এবং পুত্র রোহন চরম ক্ষুব্ধ দলের উপর। সেটা গোপনও থাকছে না। উত্তর 24 পরগণার কংগ্রেস বিধায়কের দলত্যাগ নিয়ে টুইটে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছেন রোহন। এমনকি তৃণমূলের বেচারাম মান্নার ক্ষোভ নিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই দাঁড়িয়েছেন তিনি। ফলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন : ‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

উল্লেখ্য, সোমেন মিত্র যখন কংগ্রেস থেকে তৃণমূলে যান তখন অন্যতম মূল ভূমিকা ছিল শিখা মিত্রর। পরে তিনিও তৃণমূলের বিধায়ক হন। অনেক পরে তাঁদের মধ্যে দূরত্ব হয়। সোমেন, শিখারা কংগ্রেসে ফিরে যান। তবে 2009 থেকে 2011, পরিবর্তনের সময়ে মমতার পাশেই ছিলেন সোমেনবাবু।

এদিকে একসময়ে অধীর চৌধুরীর উত্থান সোমেনের হাত ধরে হলেও পরে দূরত্ব সৃষ্টি হয়। এখনও সেই পর্ব চলছে।

সূত্রের খবর, রোহনকে পদ দেওয়া হলেও তাঁকে সুদূর বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে রোহনের তেমন কিছু করার নেই। পাশাপাশি উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে সোমেনবাবুর স্নেহধন্য অমিত ঘোষকে সরানো হয়েছে। যেহেতু সোমেনের মূল জায়গা ছিল উত্তর ও মধ্য কলকাতা, তাই এখানে অপমানিত বোধ করেছে সোমেনশিবির।

আরও পড়ুন : উত্তরে শিবাজীর হাত শক্ত করে সুদীপকে চ্যালেঞ্জের মুখে ফেললেন দিলীপ

সোমেনবাবুর প্রয়াণের পর শিখাদেবী শোকাহত। রোহনও। তাঁরা একটু গুটিয়ে রাখছেন নিজেদের। কিন্তু রোহনের পরের পর টুইটে বোঝা যাচ্ছে তিনি কংগ্রেসের উপর চটেছেন এবং মমতার প্রতি শ্রদ্ধাশীল। ফলে নতুন করে ভবিষ্যৎ সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিখাদেবী এখনই সক্রিয় রাজনীতি না করলেও রোহন কি বিকল্প চিন্তাভাবনার পথে? বাড়িতে মাকে আগলে রাখছেন রোহন। যা করবেন মায়ের সম্মতি নিয়েই করবেন।

Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version