Wednesday, November 5, 2025

অর্ণবের জামিনের বিরোধিতায় কুণালের বিরুদ্ধে মামলা, ‘ক্ষমা চাইব না’ পাল্টা হুঁশিয়ারি

Date:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় সম্প্রতি শীর্ষ আদালতে গিয়ে জামিন পেয়েছেন রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামী। বম্বে হাইকোর্টের পর শীর্ষ আদালতের এই জামিনের বিরোধিতায় একের পর এক টুইট করেন কমেডিয়ান কুণাল কামরা। যার যেই এবার বড়সড় সমস্যার মুখে পড়তে হল তাঁকে। ওই টুইটের জেরেই এবার আদালত অবমাননার দায়ে মামলা দায়ের হতে চলেছে কুণালের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় তিনি ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন এদিন।

অর্ণব গোস্বামী জামিনের পর বুধবার শীর্ষ আদালতের বিরুদ্ধে একেরপর এক টুইট করতে দেখা যায় কুণাল কামরাকে। ব্যঙ্গাত্মক একের পর এক টুইটে শীর্ষ আদালতের বিরুদ্ধে তিনি লিখেন, ‘এই দেশের শীর্ষ আদালত এই দেশের সর্ব শ্রেষ্ঠ মজার জায়গা।’ কুণালের এহেন ট্যুইটের পর তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের কাছে আবেদন জানান দুই আইনজীবী ও এক আইনের ছাত্র। তাদের সে আবেদনে সম্মতি দেন কে কে বেনুগোপাল। সঙ্গে অ্যাটর্নি জেনারেল এটাও জানান, ‘সকলের বোঝা উচিত কেউ যদি কোনও কারণ ছাড়া অভদ্রভাবে শীর্ষ আদালতের সমালোচনা করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে।’ পাশাপাশি তিনি এও জানান, ‘এখন অনেকেই জোর গলায় অসভ্যের মত শীর্ষ আদালত ও তার বিচারপতিদের দোষারোপ করে চলেছে। এটাকে বাকস্বাধীনতা বলে মনে করছে ওরা।’

আরও পড়ুন:অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

যদিও দমে যাওয়ার পাত্র নন কুণাল কামরা। সরাসরি অর্ণব গোস্বামী ও শীর্ষ আদালতের বিরুদ্ধে সরব হয়ে এদিন আরও এক টুইটে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমি আমার টুইট মুছে দেওয়া বা এর জন্য ক্ষমা চাওয়ার কোনও রকম মনোভাব নেই আমার। আমি মনে করি উনি শুধুমাত্র নিজেদের হয়ে কথা বলেন।’ পাশাপাশি কুণাল কামরা আরও লেখেন, ‘কোনও উকিল নেই, কোনও ক্ষমা নেই, কোনও জরিমানাও নেই, সময় নষ্টও নেই।’

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version