Friday, July 4, 2025

দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান বদলে দীর্ঘদিন ধরেই সিদ্ধহস্ত তিনি৷

এবার নিজের কথাও বদলে দিলেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নীতীশ কুমার। তাঁর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বিহার ভোটের প্রচারের শেষভাগে পূর্ণিয়ায় এক সভায় নিজের রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা তৈরি করে নীতীশ কুমার বলেছিলেন, ‘‘আজ নির্বাচনের শেষ দিন। এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল তো সব ভাল।’’ নীতীশ কুমারের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, নিজের গ্রহণযোগ্যতা কমেছে বুঝেই কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন নীতীশ? নাকি ‘সিমপ্যাথি- ভোট’ই তাঁর লক্ষ্য ?

আরও পড়ুন:কপিরাইট আইনের গেরোয় অমিত শাহের টুইটার অ্যাকাউন্টও!

এই বক্তব্য থেকে পুরোপুরি ‘ইউ-টার্ন’ করে নীতীশ এবার জানালেন, “এই তাঁর শেষ নির্বাচন, এমন মন্তব্য কখনই তিনি করেননি৷ রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ভাবনাও তাঁর নেই৷ তাঁর জোরালো দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
বিহারে ভোট পর্ব শেষ৷ ফের সরকার গড়ার অধিকার পেয়েছে এনডিএ৷ ওই সরকারের মুখ হবেন ফের নীতীশই, এমন জানিয়ে দিয়েছে বিজেপিও৷ আর তারপরই পরিকল্পনামাফিক নিজের মন্তব্য থেকে সরে গেলেন তিনি৷ নিয়ে সাফাই দিয়েছেন নীতীশ ৷ তিনি বলেছেন, ‘‘এক বারও বলিনি অবসর নেব। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় যাই, বরাবর সেখানে একটাই কথা বলি, শেষ ভাল তো সব ভাল। আমার বক্তৃতা ভাল করে শুনলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
নীতীশের এই অবস্থান বদল নিয়ে আরজেডি ফের বলেছে, মানুষের সহানুভূতি কুড়োতেই নীতীশ ওই মন্তব্য করেছিলেন। এখন অস্বীকার করছেন৷

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version