Wednesday, December 17, 2025

দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান বদলে দীর্ঘদিন ধরেই সিদ্ধহস্ত তিনি৷

এবার নিজের কথাও বদলে দিলেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নীতীশ কুমার। তাঁর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বিহার ভোটের প্রচারের শেষভাগে পূর্ণিয়ায় এক সভায় নিজের রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা তৈরি করে নীতীশ কুমার বলেছিলেন, ‘‘আজ নির্বাচনের শেষ দিন। এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল তো সব ভাল।’’ নীতীশ কুমারের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, নিজের গ্রহণযোগ্যতা কমেছে বুঝেই কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন নীতীশ? নাকি ‘সিমপ্যাথি- ভোট’ই তাঁর লক্ষ্য ?

আরও পড়ুন:কপিরাইট আইনের গেরোয় অমিত শাহের টুইটার অ্যাকাউন্টও!

এই বক্তব্য থেকে পুরোপুরি ‘ইউ-টার্ন’ করে নীতীশ এবার জানালেন, “এই তাঁর শেষ নির্বাচন, এমন মন্তব্য কখনই তিনি করেননি৷ রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ভাবনাও তাঁর নেই৷ তাঁর জোরালো দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
বিহারে ভোট পর্ব শেষ৷ ফের সরকার গড়ার অধিকার পেয়েছে এনডিএ৷ ওই সরকারের মুখ হবেন ফের নীতীশই, এমন জানিয়ে দিয়েছে বিজেপিও৷ আর তারপরই পরিকল্পনামাফিক নিজের মন্তব্য থেকে সরে গেলেন তিনি৷ নিয়ে সাফাই দিয়েছেন নীতীশ ৷ তিনি বলেছেন, ‘‘এক বারও বলিনি অবসর নেব। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় যাই, বরাবর সেখানে একটাই কথা বলি, শেষ ভাল তো সব ভাল। আমার বক্তৃতা ভাল করে শুনলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
নীতীশের এই অবস্থান বদল নিয়ে আরজেডি ফের বলেছে, মানুষের সহানুভূতি কুড়োতেই নীতীশ ওই মন্তব্য করেছিলেন। এখন অস্বীকার করছেন৷

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version