Saturday, November 8, 2025

গত জুন মাসে, গালওয়ান উপত্যকায় ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় ভারতীয় সেনাদের উপর হামলা চালায় চিনা সৈন্যরা। শহিদ হন দেশের ২০ জন বীর জওয়ান।
লাদাখে চিন যেদিন থেকে সমস্যা তৈরি করছিল, তখন থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল ‘বয়কট চিন’ কর্মসূচি। তখন একটাই স্লোগান- ‘চিনের জিনিস চাই না। বয়কট চিনা প্রোডাক্ট।’ দেশের বিভিন্ন জায়গায় পোড়ানো হয় চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের কুশপুতুল ও ছবিও।

আরও পড়ুন : বাড়ি বাড়ি গিয়ে বাজি না পোড়ানোর আর্জি করোনা কালীর

তবে বিশেষজ্ঞরা তখনই বলেছিলেন, এই বিক্ষোভের সম্পূর্ণটাই, আবেগের জায়গা থেকে করা। বাস্তবে হঠাত করেই সমস্ত চিনা দ্রব্য বয়কট করা ভারতবাসীর পক্ষে সম্ভব নয়। আর সেই কথাটা যে কতটা সত্যি, তার প্রমাণ মিলছে হাতেনাতে।

গালোয়ানের ঘটনা, কয়েকমাসেই স্মৃতি। দীপাবলি আগত। তাই অবশ্যই বাড়ি সাজাতে হবে আলো দিয়ে। তবে তার জন্য মাটির প্রদীপ নেহাতই ফিকে। চাই চায়না লাইট। বাজারে দেদার বিকোচ্ছে চায়না বাতি। কোনওটার দাম ২০ টাকা, কোনওটার আবার ২২০ টাকা। প্লাস্টিকের তৈরি বৈদ্যুতিন মোমবাতি এবারে বিশেষ চমক। তার দাম দশ টাকা। ৩০ ফুটের মিনিয়েচার আলোর দাম ২২০ টাকা। এছাড়াও বিভিন্ন স্টিক লাইট, স্টার লাইট তো রয়েছেই।

একইবাজারে মাটির প্রদীপের দোকান অনেকটাই খালি। খদ্দের টানতে ডিজাইনার প্রদীপকেও রঙ করে আরও আকর্ষণীয় করে তুলছেন বিক্রেতারা। কিন্তু মাটির প্রদীপ কিনতে ক্রেতাদের বড্ড অনীহা। মোমবাতির দোকানেও খদ্দেরের দেখা নেই। অনেক মোমবাতি বিক্রেতাই দোকানে চায়না বাতি বিক্রি করছেন তাই। এক বিক্রেতা জানালেন, মোমবাতির থেকে চায়না বাতির চাহিদা অনেক বেশি। লোকে যা কিনবে, আমরা তো সেটাই দোকানে রাখা হবে।

আরও পড়ুন : কালীপুজোর রাতে নিয়মের কড়াকড়ি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে

তাঁদের সম্পূর্ণ দোষ দেওয়া যায়না। বিক্রেতারা তো নিজেদের লাভ দেখবেনই। কিন্তু যে সকল মানুষ, কয়েকমাস আগে বয়কট চায়নার ডাক দিচ্ছিলেন, দীপাবলি মুখে তাঁদের দেশ প্রেম কোথায় উধাও হল, তা জানতে বড় উৎসুক হচ্ছে মন।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version