Sunday, May 4, 2025

মানুষ দ্বিতীয়বারও সুযোগ দেয়! বিহার নির্বাচন নিয়ে মুখ খুললেন সোনু সুদ

Date:

করোনা লকডাউন পরিস্থিতিতে নীতীশ সরকারের উপর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন পরিযায়ী শ্রমিকরা। শুধু নীতীশ সরকার নয়, কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন বহু মানুষ। ভয়াবহ সেই পরিস্থিতিতে সরকার যখন হাত গুটিয়ে ঠিক তখনই পরিযায়ী শ্রমিকদের মসিহা হয়ে উঠেছিলেন তিনি। দেশ-বিদেশ থেকে অসহায় মানুষগুলোকে বাড়ি পাঠানোর দায়িত্ব তিনি নিয়েছিলেন নিজের কাঁধে। এহেন সোনু সুদ এবার মুখ খুললেন বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে। বিহারে এনডিএর জয়ের পর তিনি বলেন, মানুষ কখনও কখনও দ্বিতীয়বার সুযোগ দেয়।

করোনা ও লকডাউন পরিস্থিতিতে যেভাবে বিহার সরকার ও কেন্দ্রের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তাতে অনুমান করা হচ্ছিল বিহার নির্বাচনে এর প্রভাব পড়বে। যদিও সব অনুমানকে ব্যর্থ করে দাপটের সঙ্গে বিহারে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। এহেন পরিস্থিতিতে এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো সোনু সুদ মুখ খুললেন বিহার নির্বাচন নিয়ে। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ হয়তো ভালো কিছু দেখেছেন। ভারতীয়রা আশাবাদী হন। তারা কখনও কখনও দ্বিতীয় ও তৃতীয় বার সুযোগ দেন। মানুষ আশা করে যে তারা আরেকটু ভালোভাবে বাঁচতে পারবেন।’

এর পাশাপাশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘বিহারের প্রচুর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে আমার। শিক্ষা ও পরিকাঠামো সবদিক থেকেই খুব খারাপ অবস্থায় রয়েছেন তারা। আমি বিশ্বাস করি, কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়। à§« বছর পরে বিহার যাতে আরও উন্নত হয় সেটা নিশ্চিত হওয়া জরুরী। বিহারের মানুষ তাঁকে নিয়ে যেন গর্ব করতে পারেন যিনি বিহারে সরকারে এসেছেন।’

আরও পড়ুন:উত্তরে শিবাজীর হাত শক্ত করে সুদীপকে চ্যালেঞ্জের মুখে ফেললেন দিলীপ

প্রসঙ্গত, দীর্ঘ লড়াইয়ের পর মহাজোটকে হারিয়ে বিহারে ক্ষমতায় এসেছে জেডিইউ-বিজেপির এনডিএ জোট। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেডিইউ পেয়েছে ৪৩ টি আসন বিজেপি জিতেছে ৭৪। পাশাপাশি আরও সঙ্গীসহ এনডিএর মোট প্রাপ্ত আসন ১২৫। অন্যদিকে বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে তরুণ তেজস্বীর আরজেডি। এহেন পরিস্থিতির মাঝেই বিহার নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন পরিযায়ী শ্রমিকদের মসিহা সোনু সুদ।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version