Saturday, November 8, 2025

‘রাহুল গান্ধীর ভাবনাচিন্তা এখনও যেন পরিনত হয়নি’, স্মৃতিচারণায় বারাক ওবামা

Date:

‘আ প্রমিসড ল্যান্ড’৷

একটি বইয়ের নাম৷ লেখক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকার সুবাদে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছিল ওবামা’র৷ তাঁদের সঙ্গে কথাবার্তার সেই অভিজ্ঞতা নিয়েই ওবামা লিখে ফেলেছেন এই বই, নাম, ‘আ প্রমিসড ল্যান্ড’৷
এখানেই তিনি স্মৃতিচারণা করেছেন বিশ্বের বহু নেতার৷ সম্প্রতি বই আকারে বাজারে এসেছে এই ‘আ প্রমিসড ল্যান্ড’৷

নিজের স্মৃতিচারণার প্রথমেই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সৎ এবং বিশ্বাসী একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন বারাক ওবামা৷ মার্কিন প্রেসিডেন্ট থাকার সময়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গেও পরিচয় ঘটে ওবামার৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্তরিক দায়বদ্ধতার প্রশংসা উঠে এসেছে ওবামার স্মৃতিচারণায়৷

এই ‘আ প্রমিসড ল্যান্ড’-এ ঠাঁই পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ সবকিছু ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধীকে নিয়ে তাঁর অভিজ্ঞতার বর্ণনায়৷ বইয়ে তিনি লিখেছেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলো ৷ ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, “কংগ্রেস নেতা সম্পর্কে ওবামা লিখেছেন, “রাহুল গান্ধী কিছুটা নার্ভাস, তাঁর ভাবনাচিন্তাগুলি এখনও যেন সম্পূর্ণ পরিনত হয়নি৷ দেখে মনে হয় তিনি এমন একজন ছাত্র যে শিক্ষককে খুশি করতে ভালো প্রস্তুতি নিলেও, মূল বিষয়টা সম্পর্কে সেভাবে আগ্রহীই নয়৷” ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে দেখা হয়েছিল বারাক ওবামার ৷ তখন রাহুল কংগ্রেসের সহ সভাপতি ৷

২০১৫ সালে ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা৷ সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘মন কী বাত’-এর একটি পর্বে অংশও নিয়েছিলেন তিনি৷

আরও পড়ুন : দলের বিধায়কদের এক মাস পাটনা থাকতে বললেন তেজস্বী, কিন্তু কেন?

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version