Friday, August 22, 2025

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। মাথায় সাদা টুপি, পরনে পাঠান পোশাক ও হাতে গিটার। তিনি গাইছেন তাঁর জনপ্রিয় গান, ‘ও সনম’। বারবার তাল কাটছে। টানতে পারছেন না গলা। হয়তো বুঝতে পারছেন, এই বয়সে গানও আর তাঁকে সঙ্গ দিচ্ছে না। নিজেই হেসে ফেলছেন। দৃশ্যটা দেখে চোখে জল আসা স্বাভাবিক। যে মানুষটার সুরের জাদুতে একদা মজে থাকত আম জনতা, সেই লাকি আলির এই পরিণতিতে চিন্তায় পড়েছেন তাঁর ফ্যানরা। ভিডিওটি ইতিমধ্যেই প্রচুর সংখ্যায় শেয়ার হয়েছে।

আরও পড়ুন : মিরাকেলের দিকে তাকিয়ে চিকিৎসকরা, সৌমিত্রর জন্য প্রার্থনার আর্জি বেলভিউ ক্লিনিকের

বিখ্যাত কমেডিয়ান মেহমুদের আট জন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান, লাকি আলি। আসল নাম, মকসুদ। বাবার মত অভিনয় নয়, ছোট থেকেই তাঁর পছন্দ ছিল গান। তিনি নিজেকে ওইভাবেই গড়ে তুলেছিলেন। ছিলেন সুরের জগতের এক উজ্জ্বল তারকা। কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে পারেননি তিনি। অবহেলায় ভাসিয়ে দিয়েছেন নিজের নাম, যশ, খ্যাতি সব কিছু।

তবে বাবা যখন অভিনেতা, ছেলেই বা বাদ যায় কেন? লাকি আলির প্রথম ছবি ১৯৬২ সালে, মেহমুদের পরিচালনায় ‘ছোটে নবাব’। এরপর, ‘ইয়ে হ্যায় জিন্দেগি’, ‘হমারে তুমহারে’ এবং ‘ত্রিকাল’-এর মতো কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শ্যাম বেনেগাল পরিচালিত টিভি সিরিজ ‘ভারত এক খোঁজ’-এও অভিনয় করেছেন লাকি। ১৯৭৬ সালে মেহমুদের ছবি ‘এক বাপ ছয় বেটে’ ছবিতে প্রথম গান করেন লাকি। দীর্ঘদিন পর ২০০২ সালে তিনি অভিনয় করেন ‘কাঁটে’ এবং ‘সুর’ ছবিতে।

লাকি আলির প্রথম গানের অ্যালবাম ছিলো, ‘সুনো’। ১৯৯৬ সালে এই অ্যালবামের জন্য তিনি পেয়েছিলেন শ্রেষ্ঠ পপ গায়ক পুরস্কার। ২০০৩ সাল পর্যন্ত যুব সমাজ মেতে ছিল লাকি আলির পপ গানে। পাঁচ বছর কোনও কাজ করেননি লাকি। ২০০৯-তে মুক্তি পায় তাঁর নতুন গানের অ্যালবাম ‘জুয়ি’ । তারপর হঠাৎ করেই যেন হারিয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : বারবার হার্ট অ্যাটাক হওয়ার মতোই ব্যাপার, বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক ভাস্বর

একটা সময় বলিউডের সিনেমায় তাঁর গান মানেই জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনজন প্রাক্তন স্ত্রী ৫ সন্তান থাকলেও, ৬২ বছরের গায়কের জীবন কাটছে একেবারে একা। তাঁর এই করুণ ভিডিও সকলের চোখে জল এনেছে। এভাবেও বোধহয় হারিয়ে যাওয়া যায়।

দেখুন ভিডিও :

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version