Thursday, August 21, 2025

অস্ট্রেলিয়া সফরের তিনটি ফরম্যাটের ভারতীয় দলে প্রথমে ডাক পাননি রোহিত শর্মা। যা নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর নির্বাচকদের তরফে জানিয়ে দেওয়া হয় রোহিতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে যোগ দিতে বলা হয়েছে রোহিতকে। রোহিতের এহেন চোট জল্পনার মাঝেই এবার আসরে নামলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, রোহিত ৭০ শতাংশ ফিট। সেহেতু শুধুমাত্র টেস্ট সিরিজে রাখা হয়েছে রোহিত শর্মাকে।

সৌরভের বক্তব্য এটা বেশ স্পষ্ট যে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ তিনটি ম্যাচে পুরোপুরি ফিট না হয়েই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নেমে পড়েছিলেন রোহিত শর্মা। আর ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার সফরের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। যার ফলে বাদ পড়েছেন রোহিত। পরে অবশ্য টেস্ট দলে অন্তর্ভুক্তি ঘটে তার। যদিও রোহিতের চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও বিসিসিআই-এর তরফে রোহিতের চোট নিয়ে কোনও স্বচ্ছতা দেখানো হচ্ছে না বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন:কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিল সরকার

একদিকে রোহিতকে নিয়ে ক্রিকেটমহলে যখন জল্পনা শুরু হয়েছে অন্যদিকে তখন ঋদ্ধিমান সাহার চোট নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করছে বিসিসিআই। চোটের কারণে আইপিএলের প্লে অফ পর্যায়ে খেলতে পারেননি ঋদ্ধিমান। অথচ তাকে টিমের সঙ্গে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ঋদ্ধিমান সাহার টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন। যার জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে ওকে।’ একই দাবি করেছেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version