Tuesday, November 4, 2025

‘এ শূন্যতা অপূরণীয়’, সৌমিত্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ রাজ্যপালের

Date:

টানা ৪০ দিন বেলভিউ হাসপাতালে লড়াইয়ের পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুরে ৮৬ বছর বয়সী সৌমিত্রর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগৎ তথা গোটা রাজ্য। স্বনামধন্য বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে টুইট করে এদিন গভীর শোক প্রকাশ করলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়।

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকড় এক টুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরী হলো তা পূরণ করা অত্যন্ত কঠিন।’ টুইটে তিনি আরও লেখেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাঁকে অর্ডার দেজ আর্টস ও ডেস লেট্রেস ফ্রান্সের শিল্পীদের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল। পাশাপাশি দাদাসাহেব ফালকে-র মত সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি।’

আরও পড়ুন:সৌমিত্র বলেছিল: আমাদের জুটিটা ভেঙে গেল

প্রসঙ্গত, মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত সেপ্টেম্বর মাসে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে চলতে থাকে তাঁর চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা কখনও উন্নতি আবার কখনও অবনতির দিকে গিয়েছে। দীর্ঘ ৪০ দিন হাসপাতলে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে রবিবার দুপুরে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...
Exit mobile version