Saturday, August 23, 2025

চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সোমবার পাটনা রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। বিহারে বিজেপি এবার অত্যন্ত ভাল ফল করায় বিধায়কদের অভিনন্দন জানিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিহার বিধানসভায় প্রাপ্ত আসনসংখ্যার নিরিখে বিজেপির চেয়ে জেডিইউ অনেকটা পিছিয়ে থাকলেও নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া আটকায়নি। ভোটের আগে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমেছিল এনডিএ। তবে নীতীশকে মুখ্যমন্ত্রী করলেও তাঁর উপর চাপ বজায় রাখতে দলের কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও বেতিয়ার বিধায়ক রেণু দেবীকে বিহারের উপমুখ্যমন্ত্রী করছে বিজেপি। বিধানসভার স্পিকার পদটিও যাচ্ছে বিজেপির দখলে। এদিন রাজভবনে মন্ত্রী হওয়ার শপথ নেন নীতীশ কুমার সহ জেডিইউয়ের পাঁচ বিধায়ক, বিজেপির সাত বিধায়ক, ছোট দুই এনডিএ শরিক দলের একজন করে বিধায়ক।

আরও পড়ুন : ভোটের সময় সিমলায় পিকনিক করছিলেন রাহুল, গুরুতর অভিযোগ আরজেডি নেতার

এদিকে বিধানসভা ভোটে মানুষের রায়ে জেডিইউ তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ায় ক্ষোভ জানিয়ে শপথ অনুষ্ঠান বয়কট করে প্রধান বিরোধী দল আরজেডি সহ মহাজোটের অন্য শরিকরা। ২৪৩ আসনের বিহার বিধানসভায় মূলত নীতীশের নিজের দলের খারাপ পারফরম্যান্সের জন্যই নামমাত্র ব্যবধানে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এনডিএ পেয়েছে ১২৫। এরমধ্যে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩। এনডিএর বাকি দুই ছোট দল জিতনরাম মাঝির এইচএএম ও মুকেশ সাহানির ভিআইপি মিলে আরও আটটি আসন পেয়েছে। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে ১১০ টি আসন পেয়েছে আরজেডি, বাম, কংগ্রেসের মহাজোট। বিহারে নীতীশের প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি একাই পেয়েছে ৭৫ টি আসন। তেজস্বী যাদবের নেতৃত্বে রাজ্যের একক বৃহত্তম দল এখন আরজেডি। এই প্রেক্ষাপটে ‘বিগ ব্রাদার’ বিজেপির দাপট হজম করে নীতীশ কুমারের সামনে মুখ্যমন্ত্রীর পদ সামলানো আসলে কাঁটার মুকুট পরার সমান হতে চলেছে বলে অনুমান পর্যবেক্ষকদের।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version