Friday, August 22, 2025

‘তীর্থ দর্শন করে গেলাম’, ‘ফেলুদা’র বাড়িতে এসে অভিভূত অধীর

Date:

দীর্ঘ অসুস্থতা ও বেলভিউ হাসপাতালে ৪০ দিনের লড়াই শেষে গত ১৫ নভেম্বর প্রয়াত হয়েছেন স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা বঙ্গে। বাঙালির প্রিয় ফেলুদার মৃত্যুর পর বুধবার তাঁর বাড়িতে এসে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার অত্যন্ত সাধারণ জীবনযাপন দেখে মুগ্ধ হলেন তিনি। জানালেন ‘তীর্থ দর্শন করে গেলাম’। এছাড়াও এতদিন রাজ্য সরকারের তরফে কোনও রকম সম্মান জ্ঞাপন না করার জন্য ক্ষোভও উগরে দিলেন তিনি।

বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায় বাড়িতে উপস্থিত হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সৌমিত্র কন্যা পৌলোমী বসুর সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি গোটা বাড়ি ঘুরে দেখেন তিনি। এরপর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আসতে পেরেছি এটা আমার কাছে একটা বড় ব্যাপার। তাঁর ঘর দর্শন করলাম। তিনি যে কত সাধারণ জীবন যাপন করতেন তা তাঁর ঘর দেখলেই বোঝা যায়। আমার মনে হল আমি তীর্থ দর্শন করলাম।’ এর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন অধীরবাবু। বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে এই বাংলায় অনেক নাটক হয়ে গেল, রাজনীতি হয়ে গেল। অথচ ২০১১ সালের পর সৌমিত্র চট্টোপাধ্যায়কে যা কিছু অধিকার দেওয়া হয়েছিল। যা পদ দেওয়া হয়েছিল সব একটা একটা করে কেড়ে নেওয়া হয়। ২০২০ সাল পর্যন্ত বাংলায় অনেক ছোটখাটো এপাড়া ওপাড়ার শিল্পীদের সম্মান দেওয়া হয়েছে। অথচ সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেতা এবং শিল্পী, তাঁকে এই সরকার ন্যূনতম সম্মান দেওয়ার প্রয়োজন মনে করেনি। সমস্ত কিছু থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে।’

আরও পড়ুন:সুপ্রিম কোর্টে আবেদন খারিজ,ত্রিপুরার নতুন ডিজিপি হলেন ভিএস যাদব

এরপরই রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে অধীর চৌধুরী বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিকে মানুষের মনে বাঁচিয়ে রাখার জন্য তাঁর স্মৃতির উদ্দেশ্যে সরকার কোনও পদক্ষেপ করুন। একটা ভালো অডিটোরিয়াম করুন তাঁর নামে। আমরা খুশি হব।’ একইসঙ্গে তিনি আরো জানান, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমি দাবী জানাতে চলেছি কলকাতায় সত্যজিৎ রায়ের নামে যে শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখানে একটি চেয়ার যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হয়। ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি নিয়ে আমি নিজে আবেদন জানাবো।’

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version