Wednesday, May 7, 2025

বড় সিদ্ধান্ত, কমনওয়েলথ গেমসে এবার অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট

Date:

অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বহুদিন ধরেই সরব ক্রিকেটাররা। তবে নানা কারণে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি অধরাই থেকে গিয়েছে। সে রীতি ভেঙে এবার বিশ্ব ক্রিকেটের জন্য এল সুখবর। অলিম্পিক না হলেও কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া নিল সংস্থা। ২০২২ সালের ২৮ জুলাই কমনওয়েলথ গেমসের আসর বসছে ইংল্যান্ডের বার্মিংহামে। সেখানেই এবার অংশ নেবে বিশ্বের মহিলা ক্রিকেট দলগুলি। বুধবার আইসিসি ও কমনওয়েলথ গেমস ফেডারেশন এই তথ্যই প্রকাশ্যে এনেছে।

কমনওয়েলথ গেমস ও আইসিসির তরফে যে যোগ্যতা নির্ণয়ক তথ্য প্রকাশে আনা হয়েছে তাতে বলা হয়েছে, ইংল্যান্ড সহ ২০২১ সালের ১ এপ্রিল আইসিসি ক্রমতালিকায় থাকা প্রথম ছয় দেশ সরাসরি অংশ নেবে এই টুর্নামেন্ট। বাকি দেশের মধ্যে হবে যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা। আর সেই হিসেব অনুযায়ী দেখতে গেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে আইসিসি র্যাকিংয়ে রয়েছে তিন নম্বর স্থানে। ফলে কমনওয়েলথ গেমসে খেলতে যোগ্যতা নির্ণায়ক পর্যায়ে যেতে কোন রকম সমস্যা হবে না ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

আরও পড়ুন:রাজধানীতে বাড়ছে সংক্রমণ, প্রশ্নের মুখে সংসদের শীতকালীন অধিবেশন

স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বসিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুধু ক্রিকেটারদের জন্য নয়, খেলার জনপ্রিয়তার জন্য এটি একটি বড় সিদ্ধান্ত। আশা করছি এই টুর্নামেন্টে অংশ নিয়ে কিছু ভালো ম্যাচ খেলতে পারব আমরা।’ অবশ্য কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি এই প্রথমবার নয় ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসের প্রথম ক্রিকেট খেলা হয় কুয়ালালামপুরে। তারপর থেকে তা বন্ধ হয়ে যায়। এবার নব উদ্যমে ফের কমনওয়েলথ গেমসে চালু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version