Sunday, August 24, 2025

আধুনিক ক্যাম্প তৈরি, লাদাখে প্রথমবার কড়া শীতের মোকাবিলায় সেনা

Date:

আলোচনায় সমস্যা সমাধানের সামান্য ইঙ্গিত মিললেও চিনকে বিশ্বাস নেই কোনও ভাবেই। যার জেরেই এবার আসন্ন ভয়াবহ শীতেও প্রথমবার সীমান্ত সামাল দিতে কোমর বেঁধে মাঠে নামলো ভারতীয় সেনা। হিমাঙ্কের অনেকখানি নিচে নেমে যাওয়া হাড় কাঁপানো ঠান্ডা সামাল দিতে সেনাবাহিনীর জন্য সমস্ত রকম উন্নত ব্যবস্থা সেরে ফেলেছে সরকার। ভয়াবহ শীতকে উপেক্ষা করে ভারতীয় সেনা যাতে সদা তৎপর থাকতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলা হয়েছে।

শীতের মরশুমে পূর্ব লাদাখের পারদ নেমে যায় মাইনাস ৩০ থেকে মাইনাস ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড পর্যন্ত। হাড় কাঁপানো এই শীত সামাল দেওয়া মুখের কথা নয়। প্রতিবছর এই সময়টাতে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নিত ভারত-চিন দুই দেশ। তবে এবারের চিত্র বদলে গিয়েছে সীমান্তে উঁকি দিচ্ছে যুদ্ধের ভ্রুকুটি। ফলস্বরূপ এবার শীতে উপত্যকায় যে সেনা মোতায়েন রাখা হবে সে সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছিল। ফলস্বরূপ প্রস্তুতিও শুরু হয় জোর কদমে।

আরও পড়ুন:চপার কেলেঙ্কারিতে নাম হেভিওয়েট নেতাদের, অস্বস্তিতে কংগ্রেস

বুধবার সিনার তরফ সে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে ‘লাদাখে এবার শীতে সেনা যাতে সমস্ত রকম সক্রিয়তা দেখাতে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে’। স্মার্ট তাবু তৈরি করা হয়েছে সেনার জন্য। তার ভেতরে রয়েছে সমস্ত রকম ব্যবস্থা। সোলার ও বায়ুর মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। ফলে বিদ্যুৎ, ২৪ ঘন্টা গরম জল এবং তাবু গরম রাখার সমস্ত রকম অত্যাধুনিক পদ্ধতি রয়েছে তাঁবুর ভেতরে। জওয়ানদের স্বাস্থ্য ও স্বচ্ছতার দিকে’ রাখা হয়েছে বাড়তি নজর।’ রসদের কোনও রকম খামতি থাকবে না সেনাবাহিনীর জন্য। ফলস্বরূপ এবার শীতে উপত্যকায় যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুত থাকছে ভারতীয় সেনা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version