Tuesday, August 26, 2025

ভ্যাকসিনের জন্যই চাঙ্গা শেয়ারবাজার? ফের নয়া রেকর্ড সেনসেক্স-নিফটি’র

Date:

ফুরফুরে মেজাজে শেয়ারবাজার। মঙ্গলবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার সূচক। যেখানে মুখ্য ভূমিকা নিয়েছে ব্যাংকিং এবং অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্র। এই দুই ক্ষেত্রের শেয়ারের দর এদিন সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এই প্রথমবার ৪৪,০০০ পয়েন্টের লক্ষ্মণরেখা পার করে গিয়েছিল সেনসেক্স। সেই সঙ্গে নিফটি ৫০ সূচকও সর্বকালের সেরা ১২,৯৩৪.০৫ পয়েন্টের স্তরে পৌঁছে যায়।

বিশ্বে আশার আলো জাগিয়ে ফাইজার-এর পরে আরও একটি কোভিড ভ্যাকসিনের আবিষ্কারের কথা শোনা গিয়েছে। যার নাম মডার্না। ক্লিনিক্যাল ট্রায়ালে করোনার প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে বলে মার্কিন এই ওষুধ সংস্থাটির দাবি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আয়ুধের খবরে স্বভাবতই খুশি লগ্নিকারীরা। যার প্রতিফলন ঘটেছে শেয়ার সূচকে।

বাজার বন্ধ হওয়ার সময় ০.৭২ শতাংশ বা ৩১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স দাঁড়ায় ৪৩,৯৫৩ পয়েন্ট। অন্যদিকে নিফটি ৫০ সূচক বৃদ্ধি পেয়েছে ৯৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। দিনের শেষে সূচক গিয়ে দাঁড়ায় ১২,৮৭৪ পয়েন্ট।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ১১টি ক্ষেত্রগত সূচকের মধ্যে সাতটি বাজার বন্ধ হওয়ার সময় ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে নিফটি মেটাল সূচক ২.৪ শতাংশ বৃদ্ধি পায়; যা সমস্ত ক্ষেত্রগত সূচকের মধ্যে সর্বাধিক। এ ছাড়া নিফটি ব্যাংক, অটো, অর্থনৈতিক পরিষেবা, PSU ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের সূচক এদিন ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মিডিয়া, আইটি এবং এফএমসি-র শেয়ার বিক্রির সামান্য চাপ লক্ষ্য করা গিয়েছে।

নিফটিতে এদিন টাটা মোটর্সের শেয়ারের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। ৬.১৫ শতাংশ বেড়ে বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ১৫৮। এছাড়া টাটা স্টিল, HDFC লাইফ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আদানি পোর্টস, SBI লাইফ, বাজাজ ফিন্যান্স, এইচডিএফসি ব্যাংক এবং L&T-র শেয়ারের দর বেড়েছে ২ থেকে ৬ শতাংশ।

আর ফ্লপ সাইডে রয়েছে ভারত পেট্রোলিয়াম, হিরো মোটোকর্প, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, ওএনজিসি, ডঃ রেড্ডি’স ল্যাব, এইচসিএল টেকনোলজিস, ইনফোসিস এবং জেএসডাব্লু স্টিলের মতো হাইপ্রোফাইল সংস্থার নাম।

আরও পড়ুন : নামে মুসলিমদের প্রতিনিধি, মিম বিজেপির দালাল! দাবি অধীরের

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version