Wednesday, November 12, 2025

গুজরাট মডেল নয়, বিজেপির টার্গেট হওয়া উচিত পাকিস্তান বা চিন, কটাক্ষ সুখেন্দুর

Date:

সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাকে ‘টার্গেট’ করে এগোচ্ছে বিজেপি। আর তাকেই কটাক্ষ করে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
তার কটাক্ষ, বিজেপির টার্গেট পাকিস্তান বা চিন হওয়া উচিত। কিন্তু কেন বাংলা ‘টার্গেট ‘ তা বুঝতে পারছি না।
তার সাফ কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে। কখনো কেউ কারোর ‘টার্গেট’ হতে পারে না।
বুধবার তার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। বিজেপির নাম না করে তাদের বক্তব্য, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা অনেক আগেই আমরা শুনেছি । বাংলার মানুষ তা মেনে নেয়নি। ফের এই জিগির তুলছে একটি দল ।এই নেতিবাচক রাজনীতির জবাব বাংলার মানুষ ফিরিয়ে দেবে।
আসলে ‘টার্গেট ‘ এই শব্দটিকে নিশানা করে এর সঙ্গে তারা যোগ করেছেন বারবার ব্যবহার করা ‘বহিরাগত’ শব্দটিও। তাদের প্রশ্ন ,এই বহিরাগতরা বাংলার শান্ত এবং সাংস্কৃতিক পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে । এক্ষেত্রে তারা যে অমিত শাহের ‘পঞ্চপান্ডব’ নেতাদের কথা বলেছেন তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
এদিন তারা স্পষ্ট জানিয়েছেন , আসলে বিজেপি যেটা করছে, তার কারণ তারা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না।
সুখেন্দুর কথায়, বিজেপির তরফে যে দল বাংলায় পাঠানো হয়েছে, তারা কেউই বাংলাকে চেনে না, তাদের সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই। তারা শুধুমাত্র এখানে অশান্তির সৃষ্টি করার জন্য এসেছে। এমনকি পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ঘোড়া কেনাবেচা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন সুখেন্দু।
সুখেন্দুর কথায়, বাংলাকে কোনওভাবেই গুজরাট বানাতে দেওয়া যাবে না।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version