Tuesday, November 4, 2025

ফেনীর সোনাগাজীর নবাবপুরের পীর জামশেদ আলম ওরফে ফুল হুজুর ৭৩ বছর বয়সে ২৩ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ফেনীতে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ওই তরুণীর বাড়ি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট এলাকায়। পাত্র, ফুল হুজুর, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, মুরিদদের আহ্বানে উপজেলার ফকিরহাট এলাকায় মাঝে মধ্যেই আসতেন নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ফুল হুজুর। সেই সূত্রেই স্থানীয়দের অনেকের সঙ্গে তাঁর পীর-মুরিদি সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয়রা জানান, ওই তরুণীর পরিবারের সঙ্গে ফুল হুজুরের সম্পর্কের কারণে তানজিনা আক্তার (২৩) নামে ওই তরুণী, তাঁর আদর্শে অনুপ্রাণিত হন। এক পর্যায়ে ফুল হুজুর তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মত হন ওই ছাত্রী।

আরও পড়ুন : ৮৫ বছরের বৃদ্ধকে ১২ বছরের শিশুর সঙ্গে বিয়ে দিলেন গ্রামের মাতব্বররা

তানজিনা, বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের বাসিন্দা নুর বক্স মিয়াজীর বাড়ির প্রবাসী দুলালের মেয়ে। তিনি ফেনী জিয়া মহিলা কলেজের অনার্সপড়ুয়া ছাত্রী। ছাত্রীর দাদু নূর করিম বিয়ের অনুষ্ঠান শেষে বলেন, ‘তার নাতনি ফুল হুজুরের মুরিদ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুর তরিকার প্রধান দরবারে বড় আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। হুজুরের সঙ্গে নাতিনের বিয়ে দিতে পেরে আমরা খুশি।’

আরও পড়ুন : রোহিঙ্গা সমস্যার সমাধান: রেজুলেশন পাশ ১৩২ ভোটে, বিরত ছিল ভারত

ফুল হুজুরের এক মুরিদ জানান, ৭৩ বছর বয়স পর্যন্ত হুজুর বিবাহবন্ধনে আবদ্ধ হননি। কাতালিয়ার ওই ছাত্রী আগে থেকেই হুজুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। হুজুর স্বপ্নযোগে বিয়ের নির্দেশনা পেয়ে বৃদ্ধ বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এতে রাষ্ট্রীয় অথবা ধর্মীয় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version