Friday, August 22, 2025

এক দশক আগের এক খুনের মামলায় তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। এদিকে ছত্রধরকে গ্রেপ্তার করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কলকাতার বিশেষ আদালত। সেই নির্দেশ বাতিলের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এনআইএ।

১১ বছর আগে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল ছত্রধর মাহাতর বিরুদ্ধে। এই খুনের মামলাতে ইউএপিএ ধারা যোগ করে পুনর্তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই। তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ তোলা হয়েছে ওই মামলায় বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তেরা। যার জেরেই অভিযুক্তদের গ্রেফতার করে হেফাজতে নিতে চায় তদন্তকারী সংস্থা। তবে সেখানে সমস্যা দাঁড়িয়েছে বিশেষ আদালতের নির্দেশ। যার জেরেই বিশেষ আদালতের নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হল তদন্তকারী সংস্থা। আগামী ২৭ নভেম্বর হাইকোর্টে এনআইএ-র আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন:অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তদের বিশেষ আদালতে হাজিরার দিন থাকলেও সেখানে কেউ উপস্থিত হননি। এর পরই বিশেষ আদালতের নির্দেশ বাতিলের আবেদন করে এবং ছত্রধরদের হেফাজতে নিতে চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। এ প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশেষ আদালতের নির্দেশের বিরুদ্ধে এনআইএ হাইকোর্টে আবেদন করেছে বলে জেনেছি। ইমেইলের মাধ্যমে সমস্ত নথিও পেয়ে গিয়েছি। আগামী ২৭ নভেম্বর শুনানি রয়েছে হাইকোর্টে।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version