Wednesday, November 5, 2025

ছত্রধরকে গ্রেফতার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA

Date:

এক দশক আগের এক খুনের মামলায় তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। এদিকে ছত্রধরকে গ্রেপ্তার করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কলকাতার বিশেষ আদালত। সেই নির্দেশ বাতিলের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এনআইএ।

১১ বছর আগে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল ছত্রধর মাহাতর বিরুদ্ধে। এই খুনের মামলাতে ইউএপিএ ধারা যোগ করে পুনর্তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই। তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ তোলা হয়েছে ওই মামলায় বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তেরা। যার জেরেই অভিযুক্তদের গ্রেফতার করে হেফাজতে নিতে চায় তদন্তকারী সংস্থা। তবে সেখানে সমস্যা দাঁড়িয়েছে বিশেষ আদালতের নির্দেশ। যার জেরেই বিশেষ আদালতের নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হল তদন্তকারী সংস্থা। আগামী ২৭ নভেম্বর হাইকোর্টে এনআইএ-র আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন:অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তদের বিশেষ আদালতে হাজিরার দিন থাকলেও সেখানে কেউ উপস্থিত হননি। এর পরই বিশেষ আদালতের নির্দেশ বাতিলের আবেদন করে এবং ছত্রধরদের হেফাজতে নিতে চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। এ প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশেষ আদালতের নির্দেশের বিরুদ্ধে এনআইএ হাইকোর্টে আবেদন করেছে বলে জেনেছি। ইমেইলের মাধ্যমে সমস্ত নথিও পেয়ে গিয়েছি। আগামী ২৭ নভেম্বর শুনানি রয়েছে হাইকোর্টে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version