Thursday, August 21, 2025

স্ত্রীর নির্যাতন-হয়রানি থেকে রক্ষা পেতে স্বামীর মানববন্ধন

Date:

স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও গয়না, টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্বামী। তাঁর সঙ্গে যোগ দেন বেশ কয়েকজন গ্রামবাসীও। প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন ভুক্তভোগী স্বামী।

আরও পড়ুন : বাংলাদেশের ট্রেনে লাগছে বায়ো-টয়লেট, বাঁচবে অর্থ-পরিবেশ

আফজলের অভিযোগ, গত ১ জুন কয়েকজন দুষ্কৃতী নিয়ে বাড়িতে ঢুকে সমস্ত টাকা পয়সা, সোনার গয়না, সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় মিনা। তবে এতেই থেমে থাকেননি তাঁর স্ত্রী। ভুয়ো তালাকনামা পাঠিয়ে আফজালের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আফজলের তরফে গত ২৬ জুন পাল্টা একটি মামলা দায়ের করা হয় লোহাগড়া থানায়, যেটি আপাতত আদালতে বিচারাধীন। কিন্তু অভিযোগ, সেই মামলা দায়েরের পর থেকেই মিনা ও তাঁর পরিবারের তরফে তাঁকে ও তাঁর মেয়েকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

আফজালের কথায়, ‘সংসারে থাকাকালীন মিনা বেগম আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তাঁর হুমকিতে তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েকে নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।’ আফজালের মেয়ে বলে, ‘আমার মা মিথ্যা কথা বলে সোনাদানা, টাকা নিয়ে চলে গেছে। আব্বার নামে মিথ্যা অভিযোগ করেছে।’

এদিনের মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্রভাষ মো. তজিবর রহমান, শাহরিয়ার মারুফ, আলী সিকদার, সাবেক ইউপি সদস্য মো. টুকু সিকদার প্রমুখ।

আরও পড়ুন : ফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে

প্রসঙ্গত, ২০০৮ সালে লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের আবদুর রশিদের ছেলে আফজল হোসেনের (৪৬) সঙ্গে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনার (৩৬) বিয়ে হয়। এর আগেও মিনার দুটি বিয়ে হয়েছিল। যদিও অভিযোগের বিষয়ে জানতে মিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...
Exit mobile version