Sunday, November 9, 2025

স্ত্রীর নির্যাতন-হয়রানি থেকে রক্ষা পেতে স্বামীর মানববন্ধন

Date:

স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও গয়না, টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্বামী। তাঁর সঙ্গে যোগ দেন বেশ কয়েকজন গ্রামবাসীও। প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন ভুক্তভোগী স্বামী।

আরও পড়ুন : বাংলাদেশের ট্রেনে লাগছে বায়ো-টয়লেট, বাঁচবে অর্থ-পরিবেশ

আফজলের অভিযোগ, গত ১ জুন কয়েকজন দুষ্কৃতী নিয়ে বাড়িতে ঢুকে সমস্ত টাকা পয়সা, সোনার গয়না, সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় মিনা। তবে এতেই থেমে থাকেননি তাঁর স্ত্রী। ভুয়ো তালাকনামা পাঠিয়ে আফজালের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আফজলের তরফে গত ২৬ জুন পাল্টা একটি মামলা দায়ের করা হয় লোহাগড়া থানায়, যেটি আপাতত আদালতে বিচারাধীন। কিন্তু অভিযোগ, সেই মামলা দায়েরের পর থেকেই মিনা ও তাঁর পরিবারের তরফে তাঁকে ও তাঁর মেয়েকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

আফজালের কথায়, ‘সংসারে থাকাকালীন মিনা বেগম আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তাঁর হুমকিতে তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েকে নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।’ আফজালের মেয়ে বলে, ‘আমার মা মিথ্যা কথা বলে সোনাদানা, টাকা নিয়ে চলে গেছে। আব্বার নামে মিথ্যা অভিযোগ করেছে।’

এদিনের মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্রভাষ মো. তজিবর রহমান, শাহরিয়ার মারুফ, আলী সিকদার, সাবেক ইউপি সদস্য মো. টুকু সিকদার প্রমুখ।

আরও পড়ুন : ফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে

প্রসঙ্গত, ২০০৮ সালে লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের আবদুর রশিদের ছেলে আফজল হোসেনের (৪৬) সঙ্গে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনার (৩৬) বিয়ে হয়। এর আগেও মিনার দুটি বিয়ে হয়েছিল। যদিও অভিযোগের বিষয়ে জানতে মিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version